ত্রিপুরায় যুব সমাজের মধ্যে নতুন কিছু করার মানসিকতা তৈরি হয়েছে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জানুয়ারি ।। দেশের কাজে যখন নতুন প্রজন্ম এগিয়ে আসে তখন দেশ এগিয়ে যায়। রাজ্যে যুব সমাজের মধ্যে নতুন কিছু করার মানসিকতা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর ভোকাল ফর লোকাল নীতিতে দেশ যেমন এগিয়ে যাচ্ছে তেমনি রাজ্যও আত্মনির্ভরতার দিকে এগিয়ে যাচ্ছে। আজ ত্রিপুরা হর্টিকালচার সোসাইটি আয়োজিত ৪ দিনব্যাপী ৩৫তম বার্ষিক পুষ্প ও বাহারি পাতা প্রদর্শনী ও প্রতিযোগিতার সমাপ্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শ্রীদেব আরও বলেন, ফুল চাষ এখন রাজ্যে খুবই জনপ্রিয়। সারা বছরই ফুলচাষিরা ফুল চাষ করছেন। রাজ্যের ফুলচাষিদের আত্মনির্ভর করতে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। রাজ্যে বাণিজ্যিকভাবে ফুল চাষে উৎসাহিত করা হচ্ছে। ফুলচাষিদের উৎপাদিত ফুল বাজারজাত করারও উদ্যোগ নিয়েছে সরকার।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে জৈব পদ্ধতিতে চাষাবাদে সিকিম প্রথম স্থানে রয়েছে। আগামীদিনে ত্রিপুরাকে জৈব পদ্ধতিতে চাষাবাদে একটি অগ্রণী রাজ্যে পরিণত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। কৃষিক্ষেত্রে রাজ্যের বর্তমান গ্রোথ এখন ১৩. ১৭ শতাংশ। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের সার্বিক বিকাশে উন্নয়নের প্রাথমিক ক্ষেত্রগুলির উপর সরকার গুরুত্ব আরোপ করেছে। পাশাপাশি পরিকাঠামো উন্নয়নেও গুরুত্ব দেওয়া হয়েছে। অনুষ্ঠানে কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী প্রণজিৎ সিংহরায় বলেন, রাজ্যে ফুলের চাহিদা রয়েছে। তাই ফুলচাষিদের উৎসাহিত করতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে। স্বাগত বক্তব্য রাখেন হর্টিকালচার সোসাইটির সম্পাদক গোপাল মল্ল। পুষ্প ও বাহারি পাতা প্রদর্শনী ও প্রতিযােগিতায় ৬৬৭ জন অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে ১৬৬ জনকে পুরস্কৃত করা হয়। অতিথিগণ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর্বোদয়া সামাজিক সংস্থার চেয়ারম্যান নিতি দেব ও উদ্যান ও ভূমি সংরক্ষণ দপ্তরের অধিকর্তা ফণীভূষণ জমাতিয়া।