নয়াদিল্লি, ২৭ জানুয়ারি (হি.স.): প্রজাতন্ত্র দিবসে কৃষকদের ট্র্যাক্টর র্যালি ঘিরে দিল্লির বুকে যে হিংসার ঘটনা ঘটেছে, তা নিয়ে উদ্বিগ্ন কিসান মাজেদুর সংঘর্ষ কমিটির নেতা এস এস পান্ধের। তাঁর মতে, কৃষক আন্দোলনকে কলুষিত করার জন্য প্রতিবাদে অংশ নিয়েছিল কিছু দুষ্কৃতীরা। মঙ্গলবার চূড়ান্ত বিশৃঙ্খলার সাক্ষী থেকেছে দিল্লি। লালকেল্লা চত্বরে ভাঙচুর করা হয় টিকিট কাউন্টার, মেটাল ডিটেক্টর গেট, পুলিশ ক্যাম্পে ভাঙচুর করা হয়। পুলিশের নজর এড়িয়ে লালকেল্লায় ঢুকে গম্বুজের মাথায় কৃষক আন্দোলনের পতাকা টাঙিয়ে দেওয়া হয়।
এই হিংসার তীব্র নিন্দা করে বুধবার কৃষক নেতা এস এস পান্ধের বলেছেন, ‘কৃষকদের আন্দোলনকে কলুষিত করার জন্য প্রতিবাদে অংশ নিয়েছিল কিছু দুষ্কৃতীরা। লালকেল্লায় পতাকা উত্তোলনের পরিকল্পনা আমাদের মোটেও ছিল না।’ বিজেপি যোগের কথা উল্লেখ করে কৃষক নেতারা অভিযোগ করেছেন, দীপ সিধু নামে ওই গায়ক-অভিনেতাই ট্র্যাক্টর মিছিলকে বেপথে চালিত করেছেন। এই অভিযোগ সম্পর্কে এস এস পান্ধের এদিন বলেছেন, ”প্রধানমন্ত্রীর সঙ্গে দীপ সিধুর ছবি দেখা যাচ্ছে, তাঁকে নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে।”যাঁর বিরুদ্ধে দিল্লির প্রতিবাদী কৃষকদের ক্ষেপিয়ে তোলার অভিযোগ, সেই পঞ্জাবি গায়ক-অভিনেতা দীপ সিধু অবশেষে মুখ খুললেন। আত্মপক্ষ সমর্থন করে তাঁর প্রশ্ন, ‘‘এক জনের পক্ষে কি লক্ষ লক্ষ কৃষককে উত্তেজিত করা সম্ভব? আমি আন্দোলনে যোগ দিয়েছিলাম মাত্র।’’ নিজের ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করে বিতর্কের মধ্যেই নিজের অবস্থান স্পষ্ট করলেন তিনি।