রাজধানী আগরতলায় পৃথক স্থানে আগুনে পুড়ল দোকান-বাড়ি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারি৷৷ সোমবার সকালে রাজধানীর বটতলা হাওড়া মার্কেট এলাকায় একটি হোটেলে রান্নার সময় গ্যাস সিলিন্ডার লিক করে চাঞ্চল্য ছড়ায়৷ অল্পেতে রক্ষা পায় হাওড়া মার্কেট এলাকা৷ ঘিঞ্জি এলাকা হওয়ায় সকালে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়৷ তবে দোকান মালিকের তৎপরতায় বড়সড় অগ্ণিকান্ডের হাত থেকে রক্ষা পায় গোটা এলাকা৷ ঘটনার খবর পেয়ে আসে দমকলের ইঞ্জিন৷

দোকান মালিক প্রাণেশ  দেবনাথ ও অন্যান্য কর্মীরা মিলে লিক হওয়া গ্যাস সিলিন্ডারটি পার্শবর্তী হাওড়া নদীতে ফেলে দেয়৷ এতে করে বড়সড় বিপত্তি হাত থেকে রক্ষা পায় গোটা এলাকা৷ এই ঘটনায় হোটেলে কর্মরত এক মহিলা অল্পবিস্তর আহত হন৷ এদিকে রাজধানী লাগোয়া চৌরাঙ্গি এলাকায় রবিবার সন্ধ্যায় ভয়াবহ অগ্ণিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল একটি হার্ডওয়ার্ডস-এর দোকান৷ দোকানের মালিক শঙ্কর পাল জানান রবিবার তিনি দোকানের কর্মচারীদের নিয়ে অন্যত্র গিয়েছিলেন সেখান থেকে সন্ধ্যায় তিনি দোকানে আসে৷ তারপর তিনি দোকান বন্ধ করে বাড়িতে চলে আসেন৷ বাড়িতে আসার কিছু সময় বাদে দোকানের এক কর্মচারি মোবাইলে কল করে জানায় যে দোকানে আগুন লেগেছে৷ সাথে সাথে তিনি ঘটনাস্থলে ছুটে যান৷ ঘটনাস্থলে গিয়ে তিনি দেখতে পান দমকল বাহিনীর দুইটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে৷ পরবর্তী সময় দমকল বাহিনীর কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে৷ তিনি আরও জানান এই অগ্ণিকাণ্ডে উনার প্রায় ৫ থেকে ৬ লক্ষ টাকা ক্ষতি হয়েছে৷ তবে কিভাবে এই অগ্ণিকাণ্ডের সুত্রপাত তা নিয়ে ধুঁয়াশা রয়েছে৷ যদিও দোকান মালিকের বক্তব্য হয়তো কেউ দোকানে আগুন লাগিয়ে দিয়েছে৷ এলাকায় দেখা দিয়েছে চাঞ্চল্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *