রাজ্যে বেড়েছে স্বেচ্ছ রক্তদাতার সংখ্যা : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারি৷৷ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে বিপ্লব কুমার দেব দায়িত্ব গ্রহণের পর রাজ্যে রক্ত দাতাদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে৷ ২০১৭-১৮ অর্থবর্ষে ২৭ হাজার ৫৭৪ জন রক্তদান করেছিল৷ ২০১৮-১৯ অর্থবর্ষে ৩২ হাজার ৪২১ জন রক্তদান করেছে৷ ২০১৯-২০ অর্থবর্ষে ৩৩ হাজার ২৩৭ জন রক্তদান করেছে৷


তবে ২০২০ ন্সালের এপ্রিল মাস থেকে রক্তদাতার সংখ্যা কিছুটা হ্রাস পেয়েছে করোনার কারনে৷ তার পরেও ২০২০ সালের এপ্রিল মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত রক্তদান করেছে ১৮ হাজার ৬৭৩ জন৷ আবার ২০২০ সালের ডিসেম্বর মাস থেকে ২০২১ সালের ২০ জানুয়ারি পর্যন্ত রক্তদান করেছে ১ হাজার ৫০০ জন৷ তারথেকে বুঝা যায় মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে রক্তদান করছে৷


রবিবার অল ত্রিপুরা টিচার্স এসোসিয়েশানের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের উদ্ধোধনি অনুষ্ঠানে তথ্য তুলে ধরে এই কথা বলেন শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ৷ আগরতলা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবির৷ শিবিরের উদ্ধোধনি অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ ছাড়াও উপস্থিত ছিলনে খাদি বোর্ডের চেয়ারম্যান রাজিব ভট্টাচার্য, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা সহ অন্যান্যরা৷

এইদিনের শিবিরে স্বেচ্ছায় রক্তদাতাদের মধ্যে পরিলক্ষিত হয় ব্যাপক উৎসাহ৷ শিবিরের উদ্ধোধনি অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রী আরও বলেন রাজ্যে মোট যে জনসংখ্যা রয়েছে তার এক শতাংশ রক্ত দান করলে রাজ্যে রক্তের চাহিদা পূরণ হয়ে যাবে৷ বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এক ইউনিট রক্তদিয়ে তিনজনকে রক্তদান করার ব্যবস্থা করা হয়েছে৷ রক্ত বেশিদিন রাখা যায় না৷ তাই একসাথে অনেকে রক্তদান করলে হবে না৷ তাই বর্তমান সরকার ক্যালেন্ডার তৈরি করে রক্তদান শিবির করার চিন্তা ভাবনা করছে৷