ভোটে আসনরফা নিয়ে ফের বৈঠক বাম-কংগ্রেসের

কলকাতা, ২৫ জানুয়ারি  (হি.স.): সোমবার আগামী ভোটে আসনরফা নিয়ে ফের বৈঠক বাম-কংগ্রেসের। আলোচনায় বসছেন জোট শিবিরের নেতারা।


গত বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে ৯২ টি আসন ছেড়েছিল বামেরা। এবার আগের বৈঠকে প্রদেশ সভাপতি অধীর চৌধুরী শুরুতেই ১৩০ আসন দাবি করায় অস্বস্তিতে পড়ে যায় বাম নেতৃত্ব। দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। কোনরকমে পরিস্থিতি সামাল দেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বিষয়টি নিয়ে পরে আলোচনা হবে বলে দুইপক্ষকে নিরস্ত করেন তিনি।
অন্যদিকে, কংগ্রেসের যে নির্বাচন কমিটি গঠন হয়েছে চার সদস্যের সেই কমিটির অন্যতম বিধায়ক নেপাল মাহাতো জানিয়ে দেন পুরুলিয়ায় ফন্ট শরিক ফরওয়ার্ড ব্লককে একটি আসনে ছাড়তে নারাজ তাঁরা। তাঁর এই অবস্থানে ক্ষুব্ধ ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব। নেপাল মাহাতোর এমন দাবি অবাস্তব এবং তারা তা মানবেন না বলে ফ্রন্ট চেয়ারম্যানকে জানিয়ে দিয়েছেন।


আসন ভাগাভাগি নিয়ে কংগ্রেসের সঙ্গে বাম শরিকদের এই মতানৈক্যের পরিস্থিতিতে সোমবার বৈঠক হবে। আগেই ঠিক হয়েছে কে কোন জেলায় কটি আসনে লড়তে চায় সেই তালিকা তৈরি করে নিয়ে আসবে। তারপর আলোচনার ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আসন ধরে ধরে আলোচনা হবে বলে জোট সূত্রে খবর। এই বৈঠক থেকে চূড়ান্ত সিদ্ধান্ত না হলে ফের ২৮ তারিখে বৈঠকে বসবে দুই শিবির। সূত্রের খবর, কংগ্রেসকে আসন ছাড়ার ব্যপারে অনেকটাই নমনীয় বামেরা। ১১০টি পর্যন্ত আসন ছাড়তে রাজি আছেন তাঁরা।


তবে আজকের বৈঠকে সম্ভবত প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী থাকবেন না। বৈঠকে কোন শিবিরের হাতে কত আসন থাকবে তা চূড়ান্ত হওয়ার কথা, চূড়ান্ত গ্রহণযোগ্য তালিকা তৈরির আশা কম বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *