নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জানুয়ারি৷৷ নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জমদিনটিকে প্রদেশ কংগ্রেসের উদ্যোগেও যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হয়৷ এইদিন প্রদেশ কংগ্রেস ভবনের সামনে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে দিনটিকে পালন করা হয়৷ সেখানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস, প্রাক্তন বিধায়িকা লক্ষ্মী নাগ, প্রদেশ যুব কংগ্রেস সভাপতি পুজন বিশ্বাস সহ অন্যান্যরা৷ প্রদেশ কংগ্রেস ভবনের সামনে এইদিন জাতীয় পতাকা সহ কংগ্রেসের দলীয় পাতাকা ও বিভিন্ন শাখা সংগঠনের পতাকা উত্তোলন করা হয়৷
পরে উপস্থিত সকলে নেতাজী সুভাষ চন্দ্র বসুর পতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন৷ প্রদেশ কংগ্রেস সভাপতি পীযুষ বিশ্বাস জানান বর্তমানে নেতাজী অত্যন্ত প্রাসঙ্গিক৷ বর্তমান সময়ে দেশ ধংশের মুখে৷ তার থেকে উত্তরণের জন্য নেতাজিকে স্মরণ করতে হবে৷

