নয়াদিল্লি, ২৪ জানুয়ারি (হি.স.): সৌদি আরবের পর্যটন বোর্ডের প্রচারে অংশ নিতে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে বড় অঙ্কের প্রস্তাব দিয়েছিল সৌদি আরব। আর সেই প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন এ জুভেন্টাস তারকা। একইভাবে সৌদি আরবের লোভনীয় প্রস্তাবকে ‘না’ বলে দিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিও ।
যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম ‘টেলিগ্রাফ’ জানিয়েছে, ‘ভিজিট সৌদি’ নামক সৌদি আরবে পর্যটন প্রচারণার ক্যাম্পেইনে অংশ নিতে রোনাল্ডোকে বছরে ছয় মিলিয়ন ইউরো প্রস্তাব করে দেশটির পর্যটন বোর্ড। এ প্রস্তাব নাকচ করে দেন সিআর সেভেন।
রোনাল্ডোর আগে এ ক্যাম্পেইনে যোগ দিতে বার্সেলোনা অধিনায়ক আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকেও একই রকম প্রস্তাব পাঠিয়েছে সৌদির পর্যটন বোর্ড। মেসিও একইভাবে প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম।
ইউরোপের ক্রীড়াভিত্তিক জনপ্রিয় গণমাধ্যম মার্কা জানিয়েছে, নিজেদের পর্যটনশিল্পকে বিশ্বজুড়ে আরও পরিচিত করতে প্রচার ক্যাম্পেইন ‘ভিজিট সৌদি’ চালু করতে যাচ্ছে সৌদি আরব। সেই প্রচারে অংশ নিতে লিওনেল মেসিকে লোভনীয় প্রস্তাব দেয় সৌদির পর্যটন বোর্ড। কিন্তু সৌদি আরবের অনুরোধে মন গলেনি বার্সা তারকার। তবে তাকে কত অর্থ প্রস্তাব করা হয় সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।