কোহিমা, ২৩ জানুয়ারি (হি.স.) : অস্ত্রসস্ত্র সমেত এনএসসিএন (আইএম)-এর সদস্য ধরা পড়েছে। আসাম রাইফেলস ও নাগাল্যান্ড পুলিশের যৌথ অভিযানে ওই উগ্রবাদী সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
এ-বিষয়ে আসাম রাইফেলস-এর এক সূত্র শনিবার জানিয়েছে, ওই উগ্রবাদী সদস্য ৩৬ বছর বয়সি সাইমন ফোম বলে চিহ্নিত হয়েছে। গতকাল তাকে ডিমাপুর পুরান বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। পিআরও আইজিএআর (এন) জানিয়েছেন, গোপন সূত্রের খবরের ভিত্তিতে ওই অভিযান চালানো হয়েছিল।
আসাম রাইফেলস এবং নাগাল্যান্ড পুলিশ তার কাছ থেকে পয়েন্ট ২২ পিস্তল, তিন রাউন্ড তাজা কার্তুজ, ২৩০০ স্পাসমা প্রক্সিভন ক্যাপসুল যার বাজারমূল্য ৪৩,২০০ টাকা এবং নগদ ১.৫৬ লক্ষ টাকা উদ্ধার হয়েছে।

