বামেদের তুলনায় রাজ্যে দুই বছরে নিজস্ব আয় বেড়েছে ১০০১ কোটি টাকা : শিক্ষামন্ত্রী

আগরতলা, ২৩ জানুয়ারি (হি.স.)৷৷ স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে চলেছে ত্রিপুরা৷ রাজ্যে বিজেপি-আইপিএফটি জোট সরকার গঠন হওয়ার পর দুই বছরে নিজস্ব আয় বেড়েছে ১,০০১ কোটি টাকা৷ এই ধারায় নিজস্ব আয় করা সম্ভব হলে ত্রিপুরা পূর্ণ রাজ্য হিসেবে মর্যাদা পাওয়ার পর থেকে এখন পর্যন্ত রাজ্যের কাছে নিজস্ব আয়ের পরিমাণ হতো ২৩,৫০০ কোটি টাকা৷ আজ শনিবার সন্ধ্যায় সচিবালয়ে দৃঢ় প্রত্যয়ের সুরে এ-কথা বলেন আইন-শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ তাঁর দাবি, রাজ্যের প্রত্যেক ঘরে রোজগার পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার এগিয়ে চলেছে৷ তবেই স্বাবলম্বী হওয়া সম্ভব৷


তিনি বলেন, ১৯৪৯ সালের ১৫ অক্টোবর ত্রিপুরা ভারতভুক্তি হয়েছিল৷ এর পর থেকে দীর্ঘ পথ পেরিয়ে আজও ত্রিপুরা স্বাবলম্বী হয়ে উঠতে পারেনি৷ তাঁর কথায়, ১৯৬২-৬৩ অর্থ বছরে রাজ্যের বাজেট ছিল ১১ কোটি ৩৬ লক্ষ টাকা৷ তখন নিজস্ব আয় ছিল ২৯ লক্ষ ৪৮ হাজার টাকা৷ আজ বাজেট হয়েছে ১,৯৮,৯৯১ কোটি ৬০ লক্ষ টাকার৷ নিজস্ব আয় ২৭,৪১১ কোটি টাকা৷
মন্ত্রী বলেন, নৃপেন চক্রবর্তী, দশরথ দেব, শচীন্দ্রলাল সিংহ, সুখময় সেনগুপ্তরা দাবি করেছিলেন, নিজের পায়ে দাঁড়াতে হবে৷ কিন্তু, আজও ত্রিপুরা পরনির্ভর হয়ে রয়েছে, আক্ষেপ করে বলেন তিনি৷ তথ্য তুলে ধরে তিনি বলেন, ত্রিপুরা পূর্ণ রাজ্য হওয়ার মুহূর্তে ১৯৭১-৭২ অর্থ বছরে সুখময় সেনগুপ্তের জমানায় বাজেট হয়েছিল ২৬ কোটি ৫০ লক্ষ টাকা৷ নিজস্ব আয় ছিল ৭২ লক্ষ ৩৬ হাজার টাকা৷ ১৯৭২-৭৩ অর্থ বছরে বাজেট পেশ হয়েছিল ৪৩ কোটি ৬০ লক্ষ টাকার৷ নিজস্ব আয় ছিল ৩ কোটি ১৬ লক্ষ টাকা৷ এভাবে দীর্ঘ সময় পর বামেদের অন্তিম বাজেট ২০১৭-১৮ অর্থ বছরে পেশ করা হয়েছিল ১৬,০০০ কোটি টাকা৷ তখন নিজস্ব আয় ছিল ১,৭৪০ কোটি টাকা৷

শিক্ষামন্ত্রী বলেন, বামেরা ৩৫ বছর ত্রিপুরায় শাসন করেছে৷ কিন্তু স্বাবলম্বী হতে পারেনি৷ কেন্দ্র নির্ভরতা ত্রিপুরাকে সর্বদা পিছিয়ে রেখেছে৷ অথচ ত্রিপুরার পর পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়ে সিকিম স্বাবলম্বী হয়ে গেছে৷ তিনি দাবি করেন, ত্রিপুরা সরকার এখন নিজের পায়ে দাঁড়ানোর দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছে৷ দুই বছরে নিজস্ব আয় ১,০০১ কোটি টাকা বাড়িয়েছে৷ বামেদের সমান সময় পাওয়া গেলে নিজস্ব আয় বাজেটের অতিরিক্ত থাকত৷ তাঁর সাফ কথা, স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত বিজেপি-আইপিএফটি জোট সরকার প্রত্যেকের ঘরে রোজগার পৌঁছে দেবে, তবেই স্বাবলম্বী হওয়া যাবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *