নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২২ জানুয়ারি৷৷ শুক্রবার দুপুর দুটো নাগাদ বিশালগড় থেকে রাঙ্গাপানি যাওয়ার পথে একটি বাইক দুর্ঘটনার কবলে পড়ে৷ বাইকের নম্বর টিআর ০১ই ৯৬৩৫৷ বাইক আরোহী বিমল দেববর্মা (৩৫) এবং সুনু দেববর্মা (২০) বাইকের পেছনে ছিলেন৷
অন্যদিকে বাইকটি বাক নিতে গিয়ে একটি অটো ট্রাক টিআর ০৭ এ ১৮০৪ বাইকটির পেছনে এসে সজোরে ধাক্কা মারে৷এই সংঘর্ষের জেরে বাইক আরোহী এবং পেছনে বসা দুজনে ছিটকে পড়ে যায় রাস্তায়৷ গুরুতর জখম দুজনই প্রায় আধ ঘণ্টার বেশি সময় ধরে রাস্তার পাশে পড়ে থাকে৷
পরবর্তী সময়ে পথচারীদের পক্ষ থেকে অগ্ণিনির্বাপক দপ্তরের খবর দেওয়া হয়৷ দফতরের কর্মীরা ছুটে এসে তাদেরকে প্রায় অর্ধমৃত অবস্থায় বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷ এর মধ্যে বিমল দেববর্মার অবস্থা গুরুতর এবং আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে রেফার করা হয়৷ পুলিশ দুর্ঘটনাগ্রস্থ বাইক এবং অটো ট্রাকটিকে বিশালগড় থানায় নিয়ে আসে৷