করোনা পরিস্থিতিতে ভারতের অর্থনীতির উন্নতি দেখে বিস্মিত গোটা বিশ্ব, দাবি অমিত শাহের

নয়াদিল্লি, ২১ জানুয়ারি (হি.স.) : করোনা  পরিস্থিতিতে বিশ্বের সমস্ত দেশের অর্থনীতিতেই প্রভাব পড়েছে । কিন্তু, এই সময় অর্থনীতিতে উন্নতি করেছে ভারত । যা দেখে বিস্মিত ও চমকিত গোটা বিশ্ব । বৃহস্পতিবার গুজরাটের  একটি ওভারব্রিজ উদ্বোধন  অনুষ্ঠানে এমটাই বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।

বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে গুজরাটের শিলাজি এলাকায় চার লেনের একটি ওভারব্রিজ উদ্বোধন করেন অমিত শাহ । এই অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী নীতিন প্যাটেলও। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “করোনা ভাইরাসের কারণে বিশ্বের সমস্ত দেশের অর্থনীতিতেই প্রভাব পড়েছে। কিন্তু, সেসময় ভি শেপে বৃদ্ধি হয়েছে ভারতীয় অর্থনীতির  । যা দেখে বিস্মিত ও চমকিত হয়ে উঠেছে গোটা বিশ্ব। কোভিড-১৯  ভ্যাকসিন দেওয়ার কাজও খুব ভালভাবে এগোচ্ছে। খুব তাড়াতাড়ি দেশের সমস্ত  নাগরিককে এই ভ্যাকসিন দেওয়া হবে।”

তিনি আরও বলেন, “গত ৬ বছরে পরিকাঠামো সংক্রান্ত প্রকল্পগুলিতে যা কাজ হয়েছে তা আগের সরকারের ২০ বছর কাজের সমান। এই সময়কালের মধ্যে দেশের বিভিন্ন জায়গায় মেট্রো লাইন, বুলেট ট্রেন ও অন্যান্য অনেক প্রকল্প বাস্তবায়িত করেছে কেন্দ্র। ক্ষমতায় আসার পর থেকেই নরেন্দ্র মোদীর সরকার ভারতের গ্রাম ও শহরগুলির পরিকাঠামোগত মান উন্নয়নেও অক্লান্ত পরিশ্রম করছে। প্রতিটি গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার পাশাপাশি রাস্তাগুলিরও উন্নয়ন হয়েছে।”

প্রসঙ্গত, গতমাসের শুরুতে রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস মানিটারি পলিসি ঘোষণা করতেই চাঙ্গা হয়ে যায় শেয়ার বাজার। তারপর থেকেই ঊর্ধ্বমুখী সেনসেক্স । বৃহস্পতিবার যা পেরিয়ে গেল ৫০ হাজারের গণ্ডি।