মানুষকে বিভ্রান্ত করতে সিপিএম কর্মসূচি গ্রহণ করছে : বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারি৷৷ বর্তমান পরিস্থিতি নিয়ে মানিক সরকারের কর্মসূচিকে কটাক্ষ করে পাল্টা জবাব দিলে বিজেপি৷ প্রদেশ কার্যালয়ে বিজেপির প্রদেশ মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী বলেন, ১৯৮৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত এই রাজ্যে দুঃশাসন চলছিলো৷ বামেদের টানা ২৫ বছরে দুর্বিষহ জীবনযাত্রা৷ তার অবসান হয় ২০১৮ সালে৷ দুঃশাসনের অবসান ঘটিয়ে এই রাজ্যে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে৷ বিপ্লব কুমার নেতৃত্বাধীন রাজ্য সরকার ইতিবাচক প্রকল্প গ্রহণ করে এই রাজ্যের মানুষের অর্থনৈতিক বিকাশ ঘটিয়েছে৷ রাজ্যে সবকা সাথ সবকা বিকাশের সরকার চলছে৷


আর নতুন করে সিপিএম অপ্রাসঙ্গিক ইস্যুতে অস্থিরতার সৃষ্টির চেষ্টায় ওরিয়েন্ট চৌমুহনিতে অবস্থান কর্মসূচি পালন করে৷ মানিক সরকার, বাদল চৌধুরিরা মানুষকে বিভ্রান্ত করতে এখন নতুন খেলা শুরু করেছেন৷ সুব্রত চক্রবর্তীর আরো অভিযোগ, যাদের আমলে এই রাজ্যে জনগণের কথা বলার অধিকার ছিলো না দুর্বিষহ জীবনযাত্রা কাটিয়ে এখন মানুষ সুশাসনের রয়েছে, এটা তাদের সহ্য হচ্ছে না৷ তাই মানুষকে বিভ্রান্ত করতে এই কর্মসূচি গ্রহণ করেছে৷ বিগত দিনে সাংবাদিক হত্যা থেকে শুরু করে বিভিন্ন ইস্যু তুলে ধরেছেন সুব্রত চক্রবর্তী, পাপিয়া দত্তরা৷ এদিনের কর্মসূচিতে বাদল চৌধুরি সাংবাদিকদের নিয়ে যে মন্তব্য করেছেন তারও জবাব দিলেন সুব্রতবাবু৷ প্রবীর চক্রবর্তী বলেন, একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছে সিপিএম৷

কারণ সিপিএমের গঠনতন্ত্রেই তার উল্লেখ রয়েছে৷ বিষয়গুলো তুলে ধরে এদিনের সাংবাদিক সম্মেলনে চলমান ঘটনাবলীর নিরীখে রাজনৈতিক অবস্থান থেকেই জবাব দিলেন সুব্রতবাবুরা৷ প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে কথা বলতে গিয়ে পাপিয়া দত্ত বলেন, এই সময়ের মধ্যে এই রাজ্যে পরিবর্তন এসেছে তা অনেকেরই সহ্য হচ্ছে না৷ বিষয়গুলো তুলে ধরে পাপিয়া দত্ত বলেন, বাম আমলে নারী নির্যাতনের ঘটনা প্রতিদিনই ছিলো৷ সুবিচার পায়নি মায়েরা৷


ধু তাই নয়, বর্তমানে আগরতলা এবং রাজ্যের বিভিন্ন জায়গায় যেসব ঘটনা ঘটছে সেগুলোর জন্য থানায় গিয়ে সুবিচার পাচ্ছে সকলে৷ কিন্তু খোদ বিরোধী দলনেতা মানিক সরকারের ধনপুরে তৎকালীন বাম আমলে নারী নির্যাতন, খুন, ধর্ষণের ঘটনারও বিচার হয়নি৷ এ বিষয়গুলো উল্লেখ করে তিনি বলেন, কি চলছিলো রাজ্যে তা সকলেরই জানা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *