ভোপাল, ১৯ জানুয়ারি (হি. স.): তাণ্ডব ওয়েব সিরিজ নিয়ে বিতর্ক অব্যাহত। মঙ্গলবার মধ্যপ্রদেশ সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তাণ্ডব ওয়েব সিরিজের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
তাণ্ডবের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগের আঘাত হানার অভিযোগ বিভিন্ন প্রান্ত থেকে উঠেছে। ইতিমধ্যেই দায়ের করা হয়েছে একাধিক এফআইআর। এই প্রসঙ্গে বলতে গিয়ে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র জানিয়েছেন, ধর্মীয় ভাবাবেগের ওপর অশালীন ভাষায় আঘাত হানার জন্য অবিলম্বে তাণ্ডব ওয়েব সিরিজকে নিষিদ্ধ করার দাবিতে কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানায় রাজ্য সরকার। হিন্দু ধর্মের বিরুদ্ধে কোন বিষয়ে এসে উপস্থিত হলে তাণ্ডব করতে থাকেন অখিলেশ যাদব। হিন্দু ধর্ম ব্যতীত অন্য কোন ধর্মের বিরুদ্ধে কোন ছবি কি এহেন আক্রমণ করেছিল বলে প্রশ্ন তোলেন নরোত্তম। কেন সব সময় হিন্দুদেরকে টার্গেট করা হবে। এর বিরুদ্ধে প্রতিবাদ করলে অখিলেশের দুঃখ কেন হয় বলে জানতে চান মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। সরকারের তরফ থেকে এই ওয়েব সিরিজকে নিষিদ্ধ করার চিন্তা-ভাবনা চলছে। ওয়েব সিরিজের মধ্যে জিসান আইউব, সইফ আলি খান, আলি আব্বাস জাফর ধর্মীয় ভাবাবেগে উপর যে আক্রমণ এনেছেন তা নিন্দনীয়। কেন্দ্রীয় সরকারের কাছে এই ওয়েব সিরিজকে নিষিদ্ধ করার জন্য দাবী জানানো হবে।
উল্লেখ করা যেতে পারে ইতিমধ্যেই সোমবার চলচ্চিত্রনির্মাতা আলি আব্বাস জাফর নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছেন। তাণ্ডব ওয়েব সিরিজে অভিনেতা-অভিনেত্রীদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করার কোন ইচ্ছে নেই। সিরিজের গল্প পুরোটাই কাল্পনিক। বাস্তবের সাথে এর কোন মিল নেই।

