রাজ্যপাল আসাম রাইফেলসের আধিকারিকদের হাতে লেটার অফ এপ্রিসিয়েশন তুলে দিলেন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারি৷৷ রাজ্যপাল রমেশ বৈস আজ রাজভবনে অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা এবং অন্যান্য কাজের জন্য ২১ আসাম রাইফেলস এবং ২৯ আসাম রাইফেলসের আধিকারিকদের হাতে লেটার অফ এপ্রিসিয়েশন তুলে দেন৷

আজ বিকালে রাজভবনে এই অনুষ্ঠানে ২১ আসাম রাইফেলস-র বিগেডিয়ার একে শর্মা এবং ইন্সপেক্টর জেনারেল অফ আসাম রাইফেলস (ইস্ট) মেজর জেনারেল রি’ত সিং উপস্থিত ছিলেন৷ রাজভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে৷