লখনউ, ১৯ জানুয়ারি(হি. স.): যে দৃশ্য ধর্মীয় ও জাতিগত অনুভূতিতে আঘাত করছে তা বাদ দেওয়া উচিৎ। ওয়েব সিরিজ ‘তাণ্ডব-এর বিরুদ্ধে সরব হয়ে একথা বলেন বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী ।
নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে কড়া ভাষায় প্রতিবাদ জানালেন ‘তাণ্ডব’ ওয়েব সিরিজের বিরুদ্ধে সরব হন বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী । টুইটারে মায়াবতী লেখেন, ‘ওয়েব সিরিজ ‘তাণ্ডব’-র যে দৃশ্য ধর্মীয় ও জাতিগত অনুভূতিতে আঘাত করছে, যা আপত্তিজনক দৃশ্য নিয়ে সকলের মধ্যে বিদ্বেষ জন্মেছে, তা ওয়েব সিরিজ থেকে বাদ দেওয়া উচিত। দেশের যে কোনও জায়গায় শান্তি, সম্প্রীতি এবং পরিবেশকে নষ্ট করছে এমন দৃশ্য না রাখাই উচিত’।
সম্প্রতি এই ওয়েব সিরিজ নিয়ে শুরু হওয়া বিভিন্ন সমালোচনার মধ্যে ‘তাণ্ডব’এর পরিচালক আলি আব্বাস জাফর টুইটে ক্ষমা প্রার্থনা করে লেখেন, এই ওয়েব সিরিজ একেবারেই কল্পনার উপর ভিত্তি করে তৈরি। শিল্পীদের কারোরই জীবিত বা মৃত কোনো ব্যক্তি, ধর্ম, সম্প্রদায় বা রাজনৈতিক দলের ভাবাবেগে আঘাত হানার কোনও উদ্দেশ্য ছিল না।