এক মাসব্যাপী সড়ক সুরক্ষা সচেতনতা কর্মসূচির সূচনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারি৷৷ সোমবার থেকে একমাস ব্যাপী জাতীয় সড়ক সুরক্ষা সচেতনতা মূলক প্রচার কর্মসূচী শুরু হয়েছে৷ রাজধানীর রাধানগর মোটর স্ট্যান্ড থেকে একমাস ব্যাপী জাতীয় সড়ক সুরক্ষা সচেতনতামূলক কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন পরিবহনমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়৷


সোমবার সকালে রাধানগর মোটর স্ট্যান্ড এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করে পরিবহন মন্ত্রী বলেন শুধুমাত্র সরকারিভাবে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হলেই চলবে না৷পথ চলা চল সম্পর্কে যানবাহনের চালকদের যেমন সচেতন হতে হবে ঠিক তেমনি রাস্তায় চলাচলকারী

জনগণকে সচেতন হতে হবে৷ দুর্ঘটনা এড়াতে সচেতনতাই সবচেয়ে বড় উপায় বলে তিনি উল্লেখ করেন৷ সচেতনতার অভাবে যান দুর্ঘটনা দিনের পর দিন বেড়ে চলেছে বলে তিনি মনে করেন৷জান দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে হলে একদিকে যেমন মোটর শ্রমিকদের সতর্ক থাকতে হবে ঠিক তেমনি পথ চলাচলকারি জনগণকেও আরও সচেতন হতে হবে বলে পরিবহন মন্ত্রী অভিমত ব্যক্ত করেন৷


সরকার কিংবা পরিবহণ দফতরের পক্ষ থেকে শুধুমাত্র সচেতনতামূলক কর্মসূচি পালন করলেই যান দুর্ঘটনা এড়ানো সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন৷এদিন মাসব্যাপী প্রচার কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করে পরিবহনমন্ত্রী রাধানগর মোটর স্ট্যান্ড থেকে প্রচারিত আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন৷সবুজ পতাকা নেড়ে পরিবহনমন্ত্রী এদিন প্রচার গাড়িগুলির আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছেন৷একমাস ব্যাপী এই প্রচার গাড়ি দুর্ঘটনা এড়াতে বিভিন্ন সচেতনতা মূলক প্রচার বিষয়গুলি নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াবে৷