ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন এর সিপাহীজলা জেলা সম্মেলন অনুষ্ঠিত বক্সনগরে

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ১৭ জানুয়ারি৷৷ এিপুরা জার্নালিস্ট ইউনিয়ন এর এি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় বক্সনগর পঞ্চায়েত সমিতির হলঘরে সম্মেলনে জেলার ৪৩জন কর্মরত সাংবাদিক ও সংবাদকর্মী অংশ গ্রহণ করেন৷ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইন্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়ন এর সর্বভারতীয় সম্পাদক প্রনব সরকার৷ সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন বিদায়ী কমিটির সহ সম্পাদক উদয়ন চৌধুরী প্রতিবেদনের উপর ৪জন প্রতি নিধি গঠন মুলক আলোচনা করেন৷ সম্মেলনে প্রনব সরকার ছাড়াও উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দও৷

বিশিষ্ট সমাজ সেবক দেবব্রত ভট্টাচার্য বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সনয় সরকার বক্সনগর পঞ্চায়েত সমিতির সদস্য নজরুল ইসলাম৷ সম্মেলনের সভাপতি মণ্ডলীতে ছিলেন সাদেক মিয়া ও মাহাবুব আলম৷ সম্মেলন শেষে বিশালগর মহকুমা কমিটি ঘোষণা হয় সম্পাদক তাজুল ইসলাম সভাপতি মান্নান হক৷ সোনামুড়া মহকুমা কমিটির সম্পাদক টুটন চৌধুরী সভাপতি সনয় আচায এছাড়া সংগঠনের জেলার ১১জনের কমিটির নাম ঘোষণা করেন সর্বভারতীয় সম্পাদক প্রনব সরকার সিপাহিজলা জেলা সভাপতি সাদেক মিয়া ও সহ সভাপতি মমিনুলহক সম্পাদক উদয়ন চৌধুরী সহ সম্পাদক এলিয়াজ হোসেন কোষাধ্যক্ষ শতদল আর্চায৷ মাহাবুব আলম ও প্রভাত ঘোষ এবং তাজুল ইসলাম কে জেলার উপদেষ্টা নিয়োগ করেন এবং সিপাহীজলা জেলা কমিটির জন্য বিকাশ ধর কে পযবেক্ষক নিয়োগ করে সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি করেন৷