পুদুচেরি, ১৮ জানুয়ারি (হি. স.) : কেন্দ্রের নতুন তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে প্রস্তাব পাশ করল কংগ্রেস শাসিত পুদুচেরি রাজ্যের বিধানসভা। পাশাপাশি পুদুচেরিকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতেও অপর একটি প্রস্তাব পাশ করা হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী ভি নারায়ণ স্বামী জানিয়েছেন, কৃষি আইন প্রত্যাহারের দাবিতে এদিন বিধানসভা প্রস্তাব পাশ করে।
উল্লেখ করা যেতে পারে দিল্লির বিজ্ঞানভবনে কেন্দ্রীয় সরকারের সঙ্গে একাধিকবার বৈঠকে বসার সত্ত্বেও কোনো রকমের রফাসূত্র বেরিয়ে না আসার জেরে হতাশ কৃষকরা। ২৬ জানুয়ারি তারা দিল্লির রাজপথে ট্রাক্টর মিছিলের ডাক দিয়েছে। এ নিয়ে এখন থেকেই গোটা দেশের রাজনীতিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।