নয়াদিল্লি, ১৮ জানুয়ারি (হি.স.): নতুন কৃষি আইনের পক্ষে সওয়াল করলেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী নরেন্দ্র সিং তোমর। এই কৃষি আইনের মাধ্যমে কৃষি ক্ষেত্রে যে ব্যাপক সংস্কার হবে তার ওপর আলোকপাত করে তিনি দাবি করেছেন এর মাধ্যমে কৃষকদের আয় এবং জীবনের মান উন্নত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহসিকতার সঙ্গে নতুন কৃষি আইন তৈরি করেছিলেন। সোমবার রাজধানী দিল্লিতে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে নরেন্দ্র সিং তোমর জানিয়েছেন, দেশের অর্থনৈতিক ব্যবস্থার সবথেকে বড় ভিত্তি হচ্ছে কৃষি। যখনই দেশের ওপর কোনো সংকট নেমে এসেছে তখন গ্রামীণ কৃষক এবং পারম্পরিক অর্থব্যবস্থা নিজের শক্তি দেখিয়েছে। করোনা পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার নিজের দূরদর্শিতার পরিচয় দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক পদক্ষেপ গ্রহণ করেছিলেন। করোনা প্রতিষেধক তৈরি করার জন্য ভারতীয় বৈজ্ঞানিক দের কুর্নিশ জানান কৃষিমন্ত্রী।
কৃষিমন্ত্রী আরো বলেছেন, দেশের সার্বিক বিকাশের পাশাপাশি বিশ্বমাঝে ভারতের শ্রেষ্ঠ রাষ্ট্র হিসেবে পরিণত হতে পারে সেই জন্য সকলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী। কিন্তু কৃষি ক্ষেত্রে অনেক বৈপরীত্য রয়েছে। বড় কৃষক এবং ছোট কৃষকদের সমস্যাটা আলাদা। সেই কারণে কেন্দ্রীয় সরকার ছোট কৃষকদের জন্য বিভিন্ন প্রকল্প, ভর্তুকি, ফসলের ন্যূনতম সহায়ক মূল্য, প্রযুক্তি, বাজারের সঙ্গে সংযোগের একাধিক সহায়তা করতে উদগ্রীব। কৃষিক্ষেত্রে সংস্কারের জন্য দীর্ঘ সময় ধরে কৃষি বিশেষজ্ঞ, বৈজ্ঞানিক এবং অন্যান্য বুদ্ধিজীবীরা অনেক মন্থন করে গিয়েছেন। স্বামীনাথন কমিটির সুপারিশের পাশাপাশি অনেক পরামর্শ করে কৃষি ক্ষেত্রে নতুন আইন প্রণয়নের দরকার মনে করা হয়েছে।

