নয়াদিল্লি, ১৮ জানুয়ারি (হি.স.): নরেন্দ্র মোদী সরকারকে এবার আরও তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবার রাহুলের কটাক্ষ, অন্নদাতাদের অর্থ সাফ করতে উঠেপড়ে লেগেছে মোদী সরকার। রাহুল আরও জানান, নিজের সুট-বুট পরা বন্ধুদের ৮৭,৫০০০ কোটি টাকার ঋণ মকুব করেছে সরকার। “পুঁজিপতি বন্ধুদের জন্য মোদী কি করেছেন”, এমন শিরোনামের একটি ভিডিও সোমবার নিজের টুইটার হ্যান্ডেলে আপলোড করেন রাহুল গান্ধী।
রাহুল ওই ভিডিওর সঙ্গে লেখেন, ‘নিজের সুট-বুট পরা বন্ধুদের ৮৭,৫০০০ কোটি টাকার ঋণ মকুব করা মোদী সরকার অন্নদাতাদের অর্থ সাফ করতে উঠেপড়ে লেগেছে মোদী সরকার। উল্লেখ্য, কৃষি আইনের বিরোধিতায় দীর্ঘ দিন ধরে দিল্লির বিভিন্ন সীমায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। কেন্দ্রীয় সরকার ও কৃষকদের প্রতিনিধিদের মধ্যে নবম দফার বৈঠকও নিষ্ফলা ছিল। কোনও সমাধানসূত্র বের হয়নি। কৃষকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে প্রায় প্রতিদিনই কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে চলেছেন রাহুল গান্ধী।