খোয়াইয়ে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারি৷৷ খোয়াইয়ের বিনন হাজারী পাড়ায় মাছ ধরতে গিয়ে তলিয়ে যাওয়া ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হলো৷ মৃত ব্যক্তির নাম সুবেন্দ্র দেববর্মা৷ জানা যায় গত ১১ জানুয়ারি তিনি নিজের পুকুরে মাছ ধরতে গিয়ে ছিলেন৷


মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন তিনি৷ খোঁজাখুজ করেও তার কোন হদিস পাওয়া যাচ্ছিল না৷ শেষ পর্যন্ত পাঁচ দিন পর পুকুর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে৷ মাছ ধরতে গিয়ে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ পক্ষ থেকে উদ্ধারের সংবাদে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷ পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খোয়াই জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে৷ প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যু জনিত মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷