বাস্তুতন্ত্র এবং অর্থনীতির উন্নয়নে পরিকল্পনাই যে শেষ কথা, তার নিদর্শন বহন করছে কেভাডিয়া : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ জানুয়ারি (হি. স.): গুজরাটের কেভাডিয়ার উদ্দেশ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৮টি ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কেভাডিয়ায় রয়েছে সর্দার বল্লভ ভাই প্যাটেলের স্মৃতিবিজড়িত স্ট্যাচু অফ ইউনিটির মূর্তি। সাধারণ পর্যটকদের কাছে এই অঞ্চলকে আরও জনপ্রিয় করে তোলার জন্য এই আটটি ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।


 এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, একটি অঞ্চলের বাস্তুতন্ত্র এবং অর্থনীতির উন্নয়ন কিভাবে হতে পারে পরিকল্পনার মাধ্যমে তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে গুজরাটের কেভাডিয়া। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ট্রেনের উদ্বোধন উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী জানিয়েছেন, কয়েক বছর আগেও কেভাডিয়া একটি ছোট্ট গ্রাম ছিল। এখন এই অঞ্চল আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। যোগাযোগ ব্যবস্থা উন্নতি হওয়ার কারণে আগামী দিনে কেভাডিয়ায় এক লক্ষ পর্যটক এখানে আসবে।

কয়েক বছর আগে কেভাডিয়াকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে পরিণত করার আলাপ আলোচনা চলছিল কয়েক বছরের মধ্যেই পর্যটন কেন্দ্রের পাশাপাশি পূর্ণাঙ্গ ফ্যামিলি প্যাকেজ তৈরি হয়েছে। আগে এখানে কোন চওড়া রাস্তা ছিল না, রেলের সংযোগ ছিল না, এমনকি বাতিস্তম্ভ রাস্তার মধ্যে ছিল না। কিন্তু কয়েক বছরের মধ্যে পরিস্থিতির আমূল পরিবর্তন হয়ে গেল।