করোনার টিকাকরণ অভিযান শুরু রাজ্যেও, প্রথম দিনে ৮৮৮ জনকে দেওয়া হল টিকা

আগরতলা, ১৬ জানুয়ারি (হি.স.)৷৷ সারা দেশের সাথে আজ গোটা বিশ্ব ঐতিহাসিক ঘটনার সাক্ষী রইল৷ ভারত করোনা-র বিরুদ্ধে যুদ্ধে টিকাকরণ অভিযান শুরু করে দিয়েছে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অভিযানের সূচনা করেছেন৷ এরই সাথে ত্রিপুরায়ও টিকাকরণ অভিযান শুরু হয়েছে৷ আজ ১৭টি কেন্দ্রে ১,৩৯৯ জন স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়া হয়েছে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমস্ত কেন্দ্রের স্বাস্থ্য কর্মীদের সাথে কথা বলেছেন৷


এ-বিষয়ে ত্রিপুরায় জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা ড় সিদ্ধার্থ শিব জয়সওয়াল বলেন, ত্রিপুরায় ৪৫,৪৩২ জন স্বাস্থ্য কর্মী করোনা-র টিকা নেওয়ার জন্য সম্মতি জানিয়েছেন৷ তাঁদের মধ্যে ৫৫ শতাংশ স্বাস্থ্য কর্মীকে প্রথম ধাপে টিকা দেওয়া হবে৷ এর জন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে৷
আজ সকাল সোয়া ১১টা নাগাদ গান্ধীগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ডা. অঙ্কুর রায়কে প্রথম টিকা দেওয়া হয়েছে৷ টিকা নেওয়ার পর মুখ্যমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সে আলোচনায় তিনি জানিয়েছেন কোনও সমস্যা তিনি বোধ করছেন না৷ শারীরিক দিক দিয়ে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন৷ এদিকে গান্ধীগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ ডা. মৃদুল দাস বলেন, করোনা-র টিকা সম্পূর্ণ সুরক্ষিত এবং কার্যকরী৷ ফলে, এই টিকাকরণ অভিযানকে সফল করার জন্য প্রশাসনের তরফে সমস্ত ব্যবস্থা করা হয়েছে৷


এদিকে, স্টেট ইমোনাইজেশন অফিসার ডা. কল্লোল রায় জানিয়েছেন, আজ ত্রিপুরায় সর্বমোট ১,৩৯৯ জন স্বাস্থ্য কর্মীকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নেয়া হয়েছিল৷ এর মধ্যে ৮৮৮ জনকে টিকা দেওয়া হয়েছে৷ শতকরা হিসাবে এদিন ৬৩.৪ শতাংশ টিকা দেওয়া হযেছে ১৩৯৯ এর মধ্যে৷ কয়েকটি জায়গায় কো-ওইন প্রযুক্তিগত ত্রুটির জন্য আবেদনকারীরা টিকা নিতে পারেননি৷ যে ১৩৯৯ জন টিকা নেওয়ার জন্য রেজিস্টার করেছেন তাতে ধলাই জেলায় ২০০ জন, গোমতি জেলায় ৯৭ জন, খোয়াই জেলায় ১৬০ জন, দক্ষিণ ত্রিপুরা জেলায় ২০৬ জন, সিপাহিজলা জেলায় ১৫৮ জন, ঊনকোটি জেলায় ১২৮ জন, পশ্চিম ত্রিপুরা জেলায় ২৫০ জন এবং উত্তর ত্রিপুরা জেলায় ২০০ জন স্বাস্থ্য কর্মীকে টিকা দেওয়া হয়েছে৷ তাঁর দাবি, প্রথম ধাপে টিকাকরণ অভিযান ৭-৮ দিনের মধ্যে সমাপ্ত করা হবে৷