নতুন কৃষি আইনের সপক্ষে সওয়াল অমিত শাহের

বেঙ্গালুরু, ১৭ জানুয়ারি (হি. স.): দিল্লি সীমান্তবর্তী এলাকায় দেড় মাসের বেশি সময় ধরে কৃষকরা বিক্ষোভ দেখিয়ে চলেছে। নতুন কৃষি আইন কার্যকর করার ওপর স্থগিতাদেশ জারি করেছে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। এই নিয়ে কমিটি গড়ার কাজও চলছে। কিন্তু এখনও পুরনো অবস্থানে রয়েছে কেন্দ্রীয় সরকার। রবিবার নতুন কৃষি আইনের পক্ষে সওয়াল করে সেটাই বুঝিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।


রবিবার কর্ণাটকের বাগলকোটে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, কৃষকদের কল্যাণার্থে কাজ করে যেতে অঙ্গীকারবদ্ধ নরেন্দ্র মোদী সরকার। বহু দিক থেকে কৃষকদের আয় বৃদ্ধি করবে নতুন কৃষি আইন। এখন থেকে কৃষকরা দেশ এবং বিশ্বের যেকোন প্রান্তে নিজেদের উৎপাদিত ফসল বিক্রি করতে পারবে।
 কৃষকদেরকে বিভ্রান্ত করার জন্য কংগ্রেসের নিন্দায় সরব হয়ে অমিত শাহ জানিয়েছেন, ক্ষমতায় থাকাকালীন কংগ্রেস কেন প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এর মাধ্যমে কৃষকদের ব্যাংক একাউন্টে বার্ষিক ৬০০০ টাকা দেওয়ার ব্যবস্থা করেনি। এর বড় কারণ কংগ্রেস নীতিভ্রষ্ট ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *