আইজল, ১৭ জানুয়ারি (হি.স.) : ফের ভূমিকম্পে কেঁপে উঠেছে উত্তর-পূর্বাঞ্চলের ছোট্ট রাজ্য মিজোরাম। রবিবার ভোররাত ২:১৮ মিনিটে রাজ্যের চাম্পাই জেলা এবং সংলগ্ন এলাকা ৪.৪ ম্যাগনিটিউডের ভূমিকম্পে কেঁপেছে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজির তথ্য, ভূমিকম্পের উৎসস্থল ছিল চাম্পাই জেলা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে ভূগৰ্ভের ৫৫ কিলোমিটার গভীরে।
প্রসঙ্গত, গত বছর (২০২০)-এর ১৪ এবং ২ নভেম্বরও ভূমিকম্পে কেঁপে উঠেছিল মিজোরাম। ১৪ তারিখ বেলা ২:২০:২৬ সেকেন্ডে ৫.২ ম্যাগনিটিউডের ভূমিকম্পে মিজোরামের ভারত-মায়ানমার সীমান্তবর্তী চাম্পাই জেলা ও সংলগ্ন অঞ্চল কেঁপে উঠেছি। ওই দিন একই সময় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে গুয়াহাটি এবং তার উপকণ্ঠ অঞ্চলেও। তার আগে ২ নভেম্বর রাত ১০টা ৩৯ মিনিটে মিজোরামের লুংলেই জেলায় ৩.৬ ম্যাগনিটিউডের ভূমিকম্প হয়েছে। তবে আজ এবং আগের দুদিন কোথাও কোনও হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি বলে রাজ্যের দুর্যোগ মোকাবিলা দফতর সূত্রে জানা গেছে।