নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স.): সীমান্ত সমস্যা আলোচনার স্থান যৌথ কমিশনের বৈঠক নয় । নেপালকে সাফ জানাল দিল্লি।যার ফলে শুক্রবার ভারত-নেপাল যৌথ কমিশনের বৈঠকে উঠল না সীমান্ত বিবাদ প্রসঙ্গ।
দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে সম্পর্ক মজবুত করার লক্ষ্যে দুইদিনের ভারত সফরে এসেছেন নেপালের বিদেশমন্ত্রী প্রদীপ গিয়াওয়ালি। তবে নেপালের সঙ্গে ভারতের সীমান্ত বিবাদ নিয়ে আলোচনার স্থান যে যৌথ কমিশনের বৈঠক নয়, তা মনে করিয়ে দিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব। সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘সীমান্তে আমাদের অবস্থান সম্পর্কে সকলেই জানেন। জেনে রাখা ভালো, যৌথ কমিশনের বৈঠক ও সীমান্ত সংক্রান্ত আলোচনা সম্পূর্ণ আলাদা বিষয়।’
তাঁর ব্যাখ্যা, ‘যৌথ কমিশন আমাদের সামগ্রিক দ্বিপাক্ষিক সম্পর্ককে উচ্চ পর্যায়ের পর্যালোচনার সুযোগ এনে দেয়। সেই সঙ্গে আমাদের পারস্পরিক অভিনব বন্ধুত্ব ঘনিষ্ঠতর করার রাজনৈতিক পথনির্দেশ দেয়। বিভিন্ন আঙ্গিকে গঠনমূলকআলোচনায় আগ্রহী ভারত।’