রাম মন্দির নির্মাণের জন্য অর্থ সংগ্রহের উদ্যোগ নিল ট্রাস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারি৷৷ রাম মন্দির নির্মাণের জন্য অর্থ সংগ্রহের উদ্যোগ গ্রহণ করেছে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট৷বুধবার আগরতলা প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র রাষ্ট্রের রাজ্য কমিটির কর্মকর্তারা জানিয়েছেন আগামী ১৫ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত রাজ্যজুড়ে জন সম্পর্ক অভিযান সংগঠিত করা হবে৷


জন সম্পর্ক অভিযান সংগঠিত করার পর আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের প্রতিটি হিন্দু পরিবারের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হবে৷ন্যূনতম ১০ টাকা ১০০ টাকা এবং ১০০০ টাকা কুপনের বিনিময়ে অর্থ সংগ্রহ করা হবে বলে সাংবাদিকদের জানানো হয়৷ট্রাস্টের রাজ্য কমিটির কর্মকর্তারা আরো জানান গোটা দেশ জুড়েই এ ধরনের তহবিল সংগ্রহ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ এজন্য রাজ্যে এখনও পর্যন্ত ৭২০টি কমিটি গঠন করা হয়েছে৷ মোট ১১০০ টি কমিটি গঠন করা হবে বলে জানানো হয়৷রাষ্ট্রের রাজ্য কমিটির কর্মকর্তারা জানান হিন্দু পরিবারগুলো একমাত্র এ সময়ের মধ্যেই রাম মন্দির নির্মাণের জন্য অর্থ দান করার সুযোগ পাবেন৷তহবিল সংগ্রহ অভিযানে প্রত্যেকের সহযোগিতা আহ্বান করেছেন তারা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *