ট্রেনের কামরায় রোহিঙ্গা আটক

আগরতলা, ১৩ জানুয়ারি (হি. স.)৷৷ আবারও ট্রেনের কামরায় রোহিঙ্গা আটক করেছে রেল পুলিশ৷ গত ১২ জানুয়ারি ০২৫০১ আগরতলা-নিউদিল্লি স্পেশাল রাজধানীর ট্রেন সুপারিনটেনডেন্ট গুয়াহাটি থেকে যাত্রীদের টিকিট এবং পরিচয় প্রমাণ-পত্র পরীক্ষা শুরু করেণ৷


টিকিট পরীক্ষা করার সময় কামরা নং. বি৭ -এর কয়েকজন যাত্রীর প্রমাণপত্র দেখে মনে সন্দেহের সৃষ্টি হয়৷ এরপর উপযুক্ত পুলিশ কর্তৃপক্ষের দ্বারা সন্দেহজনক যাত্রীদের পরীক্ষা করার জন্য ট্রেনের সুপারিনটেনডেন্ট একটি মেমাে জারি করেন৷

ওই মেমাের উপর ভিত্তি করে নিউ জলপাইগুড়ির আরপিএফ ও জিআরপি-এর দল ট্রেনটি নিউ জলপাইগুড়িতে গতকাল প্রায় ১৩-৪০ ঘণ্টায় পৌঁছানাের পর তল্লাশি চালায়৷ এই তল্লাশিতে সন্দেহজনক হিসাবে ০৩ জন পুরুষ, ০২ মহিলা এবং ০৫ টি শিশুকে শনাক্ত করা হয়৷ তাদের সঙ্গে সঙ্গে নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেন থেকে নামানাে হয়৷


অনুসন্ধানের পর জানা যায় যে তারা রােহিঙ্গা সম্প্রদায়ের লােক এবং ১১ জানুয়ারি আগরতলা থেকে ট্রেনটিতে যাত্রা শুরু করেছিল৷ ১০ জানুয়ারি তারা বাংলাদেশের কুমিল্লা থেকে ভারতের সােনামুড়া অঞ্চলে প্রবেশ করে এবং আগরতলা থেকে দালালের সাহায্যে ট্রেনে চাপে৷ তারা প্রত্যেকেই বাংলাদেশের কক্সবাজারের কুটুপালং ক্যাম্প থেকে পালিয়ে এসেছিল৷ উপযুক্ত আইনি পদক্ষেপ নেওয়ার জন্য ধৃত ব্যক্তিদেরকে জিআরপি নিউ জলপাইগুড়ির হাতে তুলে দেওয়া হয়েছে৷