আগরতলা, ১৩ জানুয়ারি (হি. স.)৷৷ ত্রিপুরায় পৌছেছে কোভিড-১৯ টিকা৷ সারা দেশের সাথে ত্রিপুরাও আগামী ১৬ জানুয়ারী কোভিড টিকাকারণে প্রস্তুতি নিয়েছে৷ বুধবার সকালে কলকাতা থেকে বিমানে টিকা আগরতলায় এসে পৌছেছে৷ কোভিডশিল্ড ভ্যাকসিন আগরতলা এমবিবি বিমানবন্দর থেকে ভ্যাকসিন ভ্যান-এ গুর্খাবস্তিস্থিত রাজ্য কেন্দ্রীয় গুদামে নেওয়া হয়েছে৷
এ-বিষয়ে জাতীয় স্বাস্থ্য মিশন-র মিশন অধিকর্তা ডাঃ সিদ্ধার্থ শিব জয়সোয়াল জানিয়েছেন, কোভিড টিকাকরণে প্রথম পর্যায়ের টিকা ত্রিপুরায় এসে গেছে৷ মোট ৫টি বক্স-এ ৫৬৫০০ টিকা এসেছে৷ ওই টিকাগুলি গুর্খাবস্তিস্থিত কেন্দ্রীয় গুদামে রাখা হয়েছে৷ সেখান থেকেই সারা রাজ্যে সরবরাহ করা হবে৷ সাথে তিনি যোগ করেন, সমস্ত জেলা স্বাস্থ্য আধিকারিক টিকা সংগ্রহে ভ্যাকসিন ভ্যান নিয়ে গুর্খাবস্তি পৌছে গেছেন৷ এদিন বিকেলের মধ্যেই কঠোর নিরাপত্তা বেষ্টনী-তে ওই টিকা ৮টি জেলা মুখ্য কার্যালয়ে পৌছে যাবে৷
প্রসঙ্গত, কোভিড টিকাকরণে প্রথম পর্যায় ১৬ জানুয়ারী থেকে সারা দেশে শুরু হবে৷ ত্রিপুরায় টিকাকরণে ১৫টি স্থান চিহ্ণিত করা হয়েছে৷ প্রথম ধাপে ৪৫৪২০ জন স্বাস্থ্য কর্মী-কে টিকা দেওয়া হবে৷ এরপর দ্বিতীয় ধাপে পুলিশ, সশস্ত্র বাহিনী, নগর নিগমের কর্মী সামনের সারির যোদ্ধাদের টিকাকরন হবে৷ এ-বিষয়ে তথ্য সংগ্রহ করে নগরোন্নয়ন দফতর, স্বরাষ্ট্র দফতর এবং সিএপিএফ-র কাছে পাঠানো হয়েছে৷ ইতিপূর্বে ডাঃ জয়সোয়াল জানিয়েছিলেন, টিকাকরণের পর কারোর দেহে পার্শপ্রতিক্রিয়া হলে তাকে সঙ্গে সঙ্গে হাপাতালে ভর্তির ব্যবস্থা হবে৷ এক্ষেত্রে ডেডিকেটেড অ্যাম্বুলেন্স-র সুবিধা রাখা হয়েছে৷
এদিকে, ত্রিপুরা-র মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানিয়েছেন, রাজ্যের সমস্ত সাংবাদিক, সংবাদ কর্মী ও তাদের সকলের পরিবার-কে প্রথম ধাপে টিকাকরন করা হবে৷ কারণ তারাও প্রথম সারির যোদ্ধা৷ এ-বিষয়ে আগরতলা প্রেস ক্লাব-র সম্পাদক প্রণব সরকার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলেন৷ এদিকে, এই ভ্যাকসিন রাজ্যে আসায় জনমনে কিছুটা স্বস্তি এসেছে৷

