পানাজি, ১২ জানুয়ারি (হি.স.): স্থিতিশীল রয়েছেন কেন্দ্রীয় আয়ূষ এবং প্রতিরক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী তথা উত্তর গোয়ার সাংসদ শ্রীপদ নায়েক। চিকিৎসকরা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী এখন বিপন্মুক্ত। চিকিৎসকরা যদি মনে করেন, তাহলে কেন্দ্রীয় মন্ত্রীকে দিল্লিতে নিয়ে যাওয়া হতে পারে চিকিৎসার জন্য। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সোমবার সন্ধ্যা ৭টা নাগাদ উত্তর কন্নড় জেলায় আঙ্কোলায় দুর্ঘটনার কবলে পড়ে শ্রীপদর টয়োটা গাড়ি। দুর্ঘটনায় সময় গাড়িতে তাঁর স্ত্রী, ব্যক্তিগত সচিব দীপক-সহ পরিবারের চার সদস্য ছিলেন। দুর্ঘটনায় মৃত্যু হয় কেন্দ্রীয় মন্ত্রীর স্ত্রী এবং তাঁর আপ্ত সহায়কের।
কর্ণাটকের আঙ্কোলা থেকে গোয়ার বাম্বোলিমের গোয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় শ্রীপদ নায়েককে। মঙ্গলবার শ্রীপদর শারীরিক অবস্থার খোঁজ নেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। রাজনাথ জানিয়েছেন, এইমস (দিল্লি) ডিরেক্টরের সঙ্গে এখানকার চিকিৎসকরা কথা বলেছেন, চিকিৎসকদের একটি টিম এখানে আসবে এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলবে। প্রয়োজন হলে তাঁকে দিল্লিতে নিয়ে যাওয়া হতে পারে চিকিৎসার জন্য। সবকিছু চিকিৎসকদের উপর নির্ভর করছে। সর্পদ নায়েক এখন স্থিতিশীল রয়েছেন এবং চিকিৎসকরা জানিয়েছেন তিনি বিপন্মুক্ত।
উল্লেখ্য, সোমবার সকালে ইল্লেপুরে পুজো দেওয়ার জন্য রওনা দিয়েছিলেন শ্রীপদ, তাঁর-সহ অন্যান্যরা। পুজো সেরে ফেরার পর সন্ধ্যায় গোকর্ণের দিকে যাত্রা শুরু করেন। ৭টা নাগাদ ৬৩ নম্বর জাতীয় সড়ক থেকে একটি রাস্তায় তাঁদের গাড়ি ঘোরানো হয়। মূলত, দ্রুত গোকর্ণ যেতে ওই শর্টকাট রাস্তা ধরেন গাড়ির চালক। তবে এবড়োখেবড়ো রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় টয়োটা গাড়িটি। শ্রীপাদ এবং তাঁর স্ত্রী বিজয়া ছাড়াও আরও দু’জনের মাথায় গুরুতর আঘাত লাগে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখান থেকে সঙ্গে সঙ্গে তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বিজয়া ও আপ্ত শায়খকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।