তলপেটের পেশীতে টান, ব্রিসবেন টেস্ট থেকে ছিটকে গেলেন বুমরাহ

নয়াদিল্লি, ১২ জানুয়ারি(হি. স.): চোটের জন্য শেষ টেস্টে খেলতে পারবেন না জশপ্রীত বুমরাহও । তলপেটের পেশীতে যন্ত্রণার কারণেই অজিদের বিরুদ্ধে ব্রিসবেনের শেষ টেস্টে খেলতে পারবেন না বুমরাহ। বিসিসিআই সূত্রে এমনটাই জানা গেছে

এমনিতেই চোট-আঘাতে জর্জরিত ভারত। ব্রিসবেন টেস্টের আগে এমনিতেই ‘মিনি’ হাসপাতালে পরিণত হয়েছে ভারত। চোট পেয়ে ছিটকে গিয়েছেন রবীন্দ্র জাদেজা এবং হনুমা বিহারী। চোট আছে ঋষভ পন্ত, চেতেশ্বর পূজারাদেরও। তারইমধ্যে আশঙ্কা বাড়িয়ে  চোটের কারনে  রীতিমতো আশঙ্কা তৈরি হয়েছে। তার মধ্যে সিডনি টেস্টের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্ট থেকে ছিটকে গিয়েছেন জশপ্রীত বুমরাহ।

ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর চোটের কারণে সিডনি টেস্টের তৃতীয় দিনে ফাইন লেগে ফিল্ডিংয়ের সময় ফিজিয়ো নীতিন প্যাটেলের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল বুমরাহকে। পেটের দিকে ইঙ্গিত করে কিছু জানাচ্ছিলেন। তিনি মাঠের বাইরে যেতে চান কিনা, সে বিষয়ে আলোচনা করেছিল ভারতীয় দলের মেডিক্যাল দল। যদিও প্রতিবারই বারণ করে দিয়েছিলেন বুমরাহ। বোলিংও করেছিলেন। বুমরাহের স্ক্যান করা হয়েছিল। তাতে টান ধরা পড়েছে। দেশের মাটিতে ইংল্যান্ড সিরিজের আগে বুমরাহের সেই চোটের পরিস্থিতি আরও খারাপ করতে চাইছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ও ব্রিসবেন টেস্টের বাইরে থাকবে। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে ওকে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

চোটের কারণে ইশান্ত শর্মা অস্ট্রেলিয়ায় আসেননি, মহম্মদ শামি মোটে একটি টেস্ট খেলেছেন এবং উমেশ যাদবরা দেড়টা টেস্ট খেলেছেন । এখনও এরা কেউ নেই দলে । এই পরিস্থিতিতে সিডনিতে দলের অনভিজ্ঞ বোলিং বিভাগের নেতৃত্ব দিয়েছিলেন বুমরাহ। এবার বুমরাহের অনুপস্থিতিতে মহম্মদ সিরাজ এবং নভদীপ সাইনির সঙ্গে শার্দুল ঠাকুর বা টি নটরাজন খেলতে পারেন। যা সিরিজ ফয়সালার ম্যাচে ভারতের কাছে রীতিমত চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *