মোরেনা (মধ্যপ্রদেশ), ১২ জানুয়ারি (হি.স.): মধ্যপ্রদেশের মোরেনা জেলায় বিষাক্ত মদ খেয়ে প্রাণ হারালেন ১২ জন। এছাড়াও বিষাক্ত মদ খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েছেন আরও ৬ জন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তাঁরা। মোরেনা জেলার বাগচিনি থানার অন্তর্গত মানপুর পৃথ্বী গ্রাম এবং সুমাভালি থানার অন্তর্গত পাহাভালি গ্রামের ঘটনা। মোরেনা জেলার পুলিশ সুপার অনুরাগ সুজানিয়া জানিয়েছেন, ‘সোমবার রাতে মানপুর পৃথ্বী গ্রাম এবং পাহাভালি গ্রামের বেশ কয়েকজন বাসিন্দা বিষাক্ত মদ খেয়েছিলেন। বিষাক্ত মদ খাওয়ার পরই অনেকে অসুস্থ হয়ে পড়েন।’
জেলা সুপার জানিয়েছেন, মোরেনা জেলা হাসপাতালে চিকিৎসার পর তাঁদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে এবং ৬ জনকে সঙ্কটজনক অবস্থায় গোয়ালিয়রের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষাক্ত মদ নাকি অন্য কোনও কারণে তাঁদের মৃত্যু হয়েছে, তা জানতে মৃতদেহগুলি ময়নাতদন্ত করা হচ্ছে। পুলিশ সূত্রের খবর, মৃত ১২ জনের মধ্যে দুই ভাই এবং তাঁদের কাকা রয়েছে। তাঁরা সুমাভালি থানার অন্তর্গত পাহাভালি গ্রামের বাসিনা। দুই ভাইয়ের নাম বান্টি গুরজর এবং জিতেন্দ্র, তাঁদের কাকার নাম রামনিবাস।
দুঃখপ্রকাশ মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীর
শিবরাজ সিং চৌহান : বিষাক্ত মদ খেয়ে ১২ জনের মৃত্যু ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং মন্ত্রী নরোত্তম মিশ্র। শিবরাজ সিং জানিয়েছেন, ‘এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমি তদন্তের নির্দেশ দিয়েছি। একটি তদন্তকারী দল গঠন করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যাবতীয় তথ্যের অপেক্ষায় রয়েছি আমি।’
নরোত্তম মিশ্র : মন্ত্রী নরোত্তম মিশ্র জানিয়েছেন, ‘এই ঘটনায় আমি ব্যথিত। স্টেশন হাউস অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। একটি টিম এই ঘটনার তদন্ত করবে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’