স্কলারশিপ : প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ডাকে চিঠি এসসি মোর্চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জানুয়ারি৷৷ ২৩ ডিসেম্বর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রিয় মন্ত্রিসভার বৈঠকে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে৷ দেশ স্বাধীন হওয়ার পর এইটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত৷ মাধ্যমিক পাশের পর দেখা যায় তপসিলি জাতির ছাত্র-ছাত্রিরা বিভিন্ন বিভাগে ভর্তি হয়৷


কিন্তু তার মধ্যে কিছু ছাত্র-ছাত্রীর পড়া বন্ধ হয়ে যায়৷ এই ক্ষেত্রে এই সকল ছাত্র- ছাত্রিদের পড়ালেখার যেন কোন ধরনের অসুবিধা না হয় তার জন্য ২৩ ডিসেম্বর কেন্দ্রিয় সরকার তপসিলি জাতির ছাত্র-ছাত্রিদের স্কলারশিপের টাকা ১১০০ কোটি থেকে বৃদ্ধি করে ৬ হাজার কোটি টাকা করেছে৷ সাধারন কোন স্কিমে কেন্দ্র ও রাজ্য সরকারের অর্থ প্রদানের রেশিও থাকে ৬০ শতাংশ ও ৪০ শতাংশ৷ ফলে রাজ্য সরকার যে পরিমাণ অর্থ প্রদান করবে তার উপর নির্ভর করে কেন্দ্র সরকার অর্থ প্রদান করবে৷


তার জন্য কেন্দ্রীয় সরকার স্কলারশিপের টাকা ১১০০ কোটি থেকে বৃদ্ধি করে ৬ হাজার কোটি টাকা করা হয়েছে৷ তাই পূর্ব ঘোষণা অনুযায়ী বিজেপি এসসি মোর্চা সদর আরবান ও সদর গ্রমিন জেলা কমিটির অধিন প্রতিটি বুথের বুথ সভাপতিরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আগরতলা পোস্ট অফিসের মাধ্যমে চিঠি প্রেরন করেন৷ উপস্থিত ছিলেন বিজেপি এসসি মোর্চার সর্বভারতীয় কমিটির সদস্য তথা বিধায়ক ডাক্তার দিলিপ দাস, এসসি মোর্চার রাজ্য সভাপতি টুটন দাস সহ অন্যান্যরা৷