কাবুলে জঙ্গি হামলা, মারা গেলেন ৩ সাংবাদিক

কাবুল, ১০ জানুয়ারি (হি.স.): কাবুলে জঙ্গি হামলায় মারা গেলেন এক সাংবাদিক। রবিবার সাংবাদিক জিয়া ওয়াদানের  গাড়ি লক্ষ্য করে একটি আইইডি বিস্ফোরণ  ঘটায় জঙ্গিরা। এই বিস্ফোরণের ওয়াদান-সহ প্রাণ হারান তাঁর দুই সহকর্মী। আফগানিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল ওয়াদান। বর্তমানে আফগানিস্তানের নাগরিক সুরক্ষা বাহিনীর   মুখপাত্র হিসেবে কর্মরত ছিলেন তিনি।

একটি সাংবাদিক সম্মেলনে কাবুলের অভ্যন্তরীণ মন্ত্রকের  মুখপত্র তারিক আরিয়ান  জানান, ঘটনাটি রবিবার সকালে পূর্ব কাবুলের একটি ব্যস্ত রাস্তার উপর ঘটে। ঘটনাস্থলেই মারা যান ওয়াদান ও তাঁর দুই সহকর্মী।  আহতও হন একজন। এখনও পর্যন্ত এই ঘটনার দায় কোনও জঙ্গি সংগঠন স্বীকার করেনি। তবে মনে করা হচ্ছে এই ঘটনার পিছনে জঙ্গি সংগঠন তালিবানের হাত রয়েছে। এই নিয়ে চলতি বছরে দ্বিতীয় বার সাংবাদিক খুন করল তালিবানি জঙ্গিরা।