নয়াদিল্লি, ১০ জানুয়ারি (হি. স.): রবিবাসরীয় সকালে শীতে জবুথবু দিল্লি। এদিন রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৮ ডিগ্রী সেলসিয়াস। পশ্চিম হিমালয় থেকে আসা হিমেল হাওয়ায় জাঁকিয়ে শীত পড়েছে গোটা দিল্লিজুড়ে। রাজধানীর পার্শ্ববর্তী এলাকাতেও একই শীতের আমেজ লক্ষ্য করা গিয়েছে।
আবহাওয়া দফতর থেকে পূর্বাভাসে জানানো হয়েছে ১৪ জানুয়ারির মধ্যে পারদের কাটা নেমে দাঁড়াবে ৫ থেকে ৬ ডিগ্রী সেলসিয়াসে। এদিনের শীত সম্পর্কে আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে মেঘাচ্ছন্ন পরিস্থিতির জেরে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি।
শনিবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৮ ডিগ্রী সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রী বেশি।

