আন্তর্জাতিক হিন্দি দিবস উপলক্ষ্যে অভিনন্দন প্রতিরক্ষামন্ত্রীর

নয়াদিল্লি, ১০ জানুয়ারি (হি. স.): আন্তর্জাতিক হিন্দি দিবস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
রবিবার নিজের টুইট বার্তায় রাজনাথ সিং লিখেছেন, বিশ্ব হিন্দি দিবস উপলক্ষ্যে সকল হিন্দি সেবীদের শুভেচ্ছা ও অভিনন্দন। গোটা বিশ্বে কয়েক কোটি মানুষের ভাষা হয়ে উঠেছে হিন্দি। বিশ্বজুড়ে হিন্দি ভাষার প্রচার ও প্রসারের কাজে ব্যস্ত বন্ধুদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
উল্লেখ করা যেতে পারে, ভারতের উত্তরে সিংহভাগ মানুষ হিন্দিতে কথা বলেন। এমনকি সম্প্রতি  অহিন্দিভাষী রাজ্যগুলিতে হিন্দির রমরমা চোখে পড়ার মতো। অন্যান্য আঞ্চলিক ভাষাভাষীর সঙ্গেই হিন্দি জনপ্রিয়তা ক্রমবর্ধমান গোটা দেশজুড়ে। প্রবাসীদের সহায়তায় বিশ্বে ছড়িয়ে পড়েছে হিন্দির জনপ্রিয়তা।