পুরুষদের টেস্ট ক্রিকেটে প্রথম মহিলা আম্পায়ার হলেন ক্লেয়ার

সিডনি, ৭ জানুয়ারি (হি. স.) :  পুরুষদের টেস্ট ক্রিকেটে প্রথম মহিলা আম্পায়ার হয়ে  নজির গড়লেন  ক্লেয়ার পোলোস৷ এর আগে পুরুষদের ওয়ান ডে ম্যাচে প্রথম আম্পায়ারিংয়ের নজির রয়ছে তাঁর৷ কিন্তু এসসিজি-তে ভারত-অস্ট্রেলিয়া টেস্টে সেই নজির গড়লেন ক্লেয়ার৷


বৃহস্পতিবার থেকে এসসিজি-তে শুরু হয়েছে বর্ডার-গাভাস্কর ট্রফির তৃতীয় টেস্ট৷ এই টেস্টের ফোর্থ আম্পায়ারের দায়িত্বে রয়েছেন পোলোসক৷ ভারত-অস্ট্রেলিয়ার সিডনি টেস্টে দুই ফিল্ড আম্পায়ার হলেন পল রাইফেল ও পল উইলসন৷ থার্ড আম্পায়ারের দায়িত্বে রয়েছেন ব্রুস অক্সেনফোর্ড৷ ম্যাচ রেফারির ভূমিকা পালন করছেন ডেভিড বুন৷

আম্পায়ারিংয়ে ক্রমশ উন্নতি করার পুরস্কার পেলেন পোলোসক৷ ৩২ বছর বয়সি ২০১৭ সালে প্রথম মহিলা হিসেবে পুরুষদের ঘরোয়া ওয়ান ডে ম্যাচে আম্পায়ারিং করেছিলেন৷ ২০১৯ সালে প্রথম মহিলা আম্পায়ার হিসেবে নামিবিয়া ও ওমানের মধ্যে আন্তর্জাতিক ওয়ান ডে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন৷ এদিন অস্ট্রেলিয়া ইনিংসে অষ্টম ওভারে বৃষ্টিতে ম্যাচ বন্ধ থাকার সময় ছাতা মাথায় গ্রাউন্ড স্টাফেদের সঙ্গে মাঠে নামতে দেখা গিয়েছে পোলোসককে৷ ২০১৮ মেয়েদের টি-২০ বিশ্বকাপে আম্পায়ারের ভূমিকায় ছিলেন পোলোসক। মেয়েদের বিগ ব্যাশ লিগেও আম্পায়ারিং করে ইতিহাস গড়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *