রাজ্যের বিভিন্ন স্থানে গাঁজা বিরোধী অভিযান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জানুয়ারি৷৷ রাজ্যের বিভিন্ন স্থানে গাঁজা চাষ বিরোধী অভিযান অব্যাহত রয়েছে৷গাঁজা চাষ বিরোধী অভিযান চালিয়ে একের পর এক সাফল্য পাচ্ছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী৷তেলিয়ামুড়া থানা এলাকার কপালি টিলায় গাঁজা চাষ বিরোধী অভিযান চালিয়ে সাফল্য পেয়েছেন তেলিয়ামুড়া ট্রাফিক ডিএসপি সোনাচরণ জমাতিয়া৷ সংবাদ সূত্রে জানা গেছেসুনিদৃষ্ট খবরের ভিত্তিতে ট্রাফিক ডিএসপি সনাতন জমাতিয়া তেলিয়ামুড়া থানা এলাকার কপালে গাঁজা চাষ বিরোধী অভিযান চালান৷

তেলিয়ামুড়া থানার পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালাতে গিয়ে ব্যাপক সাফল্য মিলেছে৷গাঁজা চাষ বিরোধী অভিযান থেকে ফিরে ট্রাফিক ডিএসপি সোনা চরণ জমাতিয়া জানান তার কাছে সুনির্দিষ্ট খবর ছিল কপালে এলাকায় বেআইনিভাবে ব্যাপকহারে গাঁজা চাষ হচ্ছে৷সেই খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার পুলিশকে সঙ্গে নিয়ে তিনি গাজা-চাষ বিরোধী অভিযান চালাতে গিয়ে সাফল্য পেয়েছেন৷প্রচুর গাজার ছাড়া কেটে ধবংস করে দেওয়া হলেও গাঁজা চাষের সঙ্গে যুক্ত কাউকে আটক করা যায়নি৷ পুলিশের উপস্থিতি টের পেয়ে গাজা চাষীর সেখান থেকে পালিয়ে গেছে বলে জানান ট্রাফিক ডিএসপি৷ এ ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন৷উল্লেখ্য ট্রাফিক দপ্তরের দায়িত্ব পালন করা সত্ত্বেও ডিএসপি সোনাচরন জমাতিয়া গত বেশ কিছুদিন ধরেই গাজা বিরোধী অভিযানে সামিল হচ্ছেন৷ তার এ ধরনের ভূমিকায় সন্তোষ ব্যক্ত করেছেন সাধারণ মানুষ জন৷ উল্লেখ্য রাজ্য সরকার রাজ্যকে নেশা মুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলার জন্য উদ্যোগ গ্রহণ করেছে৷রাজ্য সরকারের এই উদ্যোগকে সফল করার জন্যই-ট্রাফিক ডিএসপি ট্রাফিক দপ্তরের দায়িত্ব পালনের পাশাপাশি বিরোধী অভিযানের সামিল হচ্ছেন বলে জানান৷
এদিকে, গোপনখবরের ভিত্তিতে আজ ডিমাতলী এলাকায় এক গাঁজা বাগানে অভিযান চালায় বনদপ্তর, পুলিশ ও বি এস এফ এর জোওয়ানরা৷ আজকের এই অভিযানে কমলপুর ও ডিমাতলী এলাকায় ১৩ টি প্লটে প্রায় ১৮০০ গাঁজাগাছ ধবংস করাহয়৷ আজকের এই অভিযান সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানান রাজনগরের ফরেষ্ট অফিসার সঙ্গম বৈদ্য৷ তিনি জানান মুখ্যমন্ত্রীর নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যকে সামনে রেখে উনারা কাজ করেযাচ্ছেন৷ আগামীদিনেও উনাদের এইধরনের অভিযান জারীথাকবে বলে জানান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *