সিডনি, ৬ জানুয়ারি (হি. স.) : সিডনি টেস্টের জন্য দল ঘোষণা করল ভারত। মেলবোর্ন টেস্টের দলে দুটি পরিবর্তন করেছে ভারত। অফ ফর্মের জন্য দল থেকে বাদ পড়লেন ওপেনার ময়ঙ্ক আগরওয়াল। তাঁর পরিবর্তে দলে এসেছেন রহিত শর্মা। ওপেনিংয়ে শুভমান গিলের সঙ্গী হবেন তিনি।
অন্যদিকে, শেষ টেস্টে চোট পেয়ে ছিটকে যাওয়া উমেশ যাদবের পরিবর্ত হিসেবে দলে এসেছেন নভদীপ সাইনি। সিডনিতে টেস্ট অভিষেক হবে তাঁর। বাকি দল অপরিবর্তিত। সিডনি টেস্টে ভারতের প্রথম একাদশ: রহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে (অধিনায়ক), হনুমা বিহারি, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রণ অশ্বীন, যশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ ও নভদীপ সাইনি।

