বাইডেন, হ্যারিসের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বুশ : মুখপাত্র

ওয়াশিংটন, ৬ জানুয়ারি (হি.স.): আগামী ২০ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নিতে চলেছেন ডেমোক্র্যাট জো বাইডেন, ভাইস-প্রেসিডেন্ট পদে শপথ নেবেন কমলা হ্যারিস। ওয়াশিংটনে আয়োজিত ওই দিনের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রিপাবলিকান এবং আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ। মঙ্গলবার বুশের চিফ অফ স্টাফ এএমনটাই জানিয়েছেন।

চিফ অফ স্টাফ ফ্রিডি ফোর্ড টুইট করে জানিয়েছেন, ‘প্রেসিডেন্ট বাইডেন এবং ভাইস-প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রেসিডেন্ট এবং মিস্টার বুশ।’ ফোর্ড জানিয়েছেন, এই নিয়ে অষ্টমবার শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ। উল্লেখ্য, গত ৮ নভেম্বর ভাবী প্রেসিডেন্ট জো বাইডেনকে ফোন করে অভিনন্দন জানিয়েছিলেন বুশ।