কৃষি আন্দোলন সংক্রান্ত সমস্ত মামলার ১১ জানুয়ারি শুনানি হবে সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি, ৬ জানুয়ারি (হি. স.) : কৃষক আন্দোলন এবং কৃষি আইন সংক্রান্ত সমস্ত মামলার শুনানি চলতি মাসের ১১ তারিখে শুনবে সুপ্রিম কোর্ট। বুধবার একটি নতুন পিটিশনের শুনানির সময় কেন্দ্রীয় সরকারকে নোটিশ জারি করে এই কথা জানিয়েছেন দেশের শীর্ষ আদালত। পাশাপাশি আজকের পিটিশনটি আগের দায়ের করা পিটিশনগুলির সঙ্গে যুক্ত করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এদিন দেশের শীর্ষ আদালতের তরফ থেকে কৃষক আন্দোলন নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। 

আদালতকে আশ্বস্ত করে অ্যাটর্নি জেনারেল কে কে বেনুগোপাল জানিয়েছেন, আগামী দিনে দুই পক্ষের সমঝোতা হওয়ার সম্ভাবনা বিপুল। এদিকে এদিন সুপ্রিম কোর্টে আইনজীবী মনোহর লাল শর্মা পিটিশন দায়ের করেন। ১৯৫৪ সালের কৃষি আইনের যে সংশোধন করা হয়েছে তাকে পিটিশনের মাধ্যমে চ্যালেঞ্জ জানানো হয়েছে। 

গত ১৭ই ডিসেম্বর কৃষক আন্দোলন নিয়ে সুপ্রিম কোর্টের শুনানি চলাকালীন আদালতের তরফে জানানো হয় কোন আইনের বিরুদ্ধে আন্দোলন দেখানো গণতান্ত্রিক অধিকার হিসেবে মান্যতা দেওয়া হয়েছে। সেই অধিকারের ওপর কাটছাঁট করা হবে না। দেশের শীর্ষ আদালত কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চেয়েছে যতদিন না পর্যন্ত আন্দোলন প্রত্যাহার হচ্ছে ততদিন পর্যন্ত কি এই নতুন আইন বলবৎ থেকে বিরত থাকা কি যায়।