২৪ ঘন্টায় মৃত্যু ৩,৯৩৬ জনের, করোনা-সংক্রমণ বাড়ছেই আমেরিকায়

ওয়াশিংটন, ৬ জানুয়ারি (হি.স.): কোভিড-১৯ ভাইরাসে দৈনিক মৃত্যুর নিরিখে ফের রেকর্ড গড়ল আমেরিকা। একধাক্কায় আমেরিকায় মৃত্যু হয়েছে ৩,৯৩৬ জনের। পাশাপাশি বাড়তে বাড়তে আমেরিকায় ২১ মিলিয়নের গণ্ডি ছাড়িয়ে গেল করোনাভাইরাসের সংক্রমণ। আমেরিকায় সময় অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত আমেরিকায় মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৫৭ হাজার ০৬৭ জনের।

জোন্স হপকিন্স ইউনিভার্সিটির দেওয়া তথ্য অনুযায়ী, আমেরিকায় বিগত ২৪ ঘন্টায় (মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত) নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৫০ হাজার ১৭৩ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ৩,৯৩৬ জনের। ফলে আমেরিকায় মতো করোনা-আক্রান্তের সংখ্যা ২১ মিলিয়ন ছাড়িয়েছে, মার্কিন মুলুকে করোনা কেড়ে নিয়েছে ৩,৫৭,০৬৭ জনের প্রাণ।