আইএসএলে প্রথম জয়, ৩-১ গোলে ওডিশা এফসি-কে হারাল এসসি ইস্টবেঙ্গল

পানাজী, ৩ জানুয়ারি (হি.স.): চলতি ইন্ডিয়ান সুপার লিগে আনন্দের দিন এসসি ইস্টবেঙ্গলের ।টানা সাত ম্যাচের পর জয়ের মুখ এসসি ইস্টবেঙ্গল। রবিবার অষ্টম রাউন্ডের ম্যাচে ৩-১গোলে ওডিশা এফসি-কে হারিয়ে জয়ের মুখ দেখল লাল-হলুদ শিবির। এদিন লাল–হলুদের হয়ে গোল করেন পিলকিংটন, মাঘোমা এবং নয়া বিদেই ব্রাইট। অন্যদিকে, ওডিশার হয়ে একমাত্র গোল করেন মরিসিও ।

এদিন শুরু থেকে দু’দল একে–অপরকে মেপে নিতে থাকে। এরপর ধীরে ধীরে আক্রমণের ঝাঁজ বাড়ায় এসসি ইস্টবেঙ্গল। আর তাতেই আসে প্রথম গোলটি। ম্যাচের ১২ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন অ্যান্থনি পিলকিংটন। তবে গোলের কারিগর অবশ্যই সদ্য লাল–হলুদে প্রত্যাবর্তন ঘটানো রাজু গায়কোয়াড। এরপর ৩৯ মিনিটে একক দক্ষতায় নিজের প্রথম এবং দলের দ্বিতীয় গোলটি করেন মাঘোমা। ফলে প্রথমার্ধের শেষে ২–০ গোলে এগিয়ে ছিল এসসি ইস্টবেঙ্গল।  দ্বিতীয়ার্ধে অবশ্য গোল শোধে মরিয়া হয়ে ওঠে ওডিশা। শুরুতেই মোরিসিও একটি সহজ সুযোগ মিস করেন। এই অর্ধে ওডিশার জেরিই ব্যতিব্যস্ত করে রাখেন লাল–হলুদ রক্ষণকে। তবে ভাগ্যদেবী সুপ্রসন্ন থাকায় গোল খায়নি এসসি ইস্টবেঙ্গল। উলটে ম্যাচ শেষ হওয়ার আগে গোল করেন লাল–হলুদের নয়া বিদেশি ব্রাইট এনোবাখারে। অভিষেকেই গোল করে বুঝিয়ে দিলেন, লাল–হলুদে তাঁর ভবিষ্যৎ যেন সত্যিই ‘উজ্বল’। তবে ম্যাচ শেষ হওয়ার আগে একটি গোল শোধ করে ওডিশা। কিন্তু তা লাল–হলুদের জয়ের পথে বাধা হয়নি।

এই জয়ের ফলে স্বভাবতই খুশি হবে লাল–হলুদ শিবির। কারণ আইএসএলে এটাই তাঁদের প্রথম জয়। তবে টুর্নামেন্টে প্রথম জয় তুলে নিলেও পয়েন্ট টেবিলে এখনই অবস্থান বদলাল না ইস্টবেঙ্গলের। ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তারা রয়ে গেল ১০ নম্বরেই। ওডিশা ৮ ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে রয়েছে একেবারের শেষে।