নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জানুয়ারি৷৷ খোয়াই মহাকুমার পদ্মবিল এবং গৌরাঙ্গ টিলায় দুটি পৃথক দুর্ঘটনায় এক জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং অপর একজন গুরুতর ভাবে আহত হয়েছে৷ঘটনার বিবরণ দিয়ে কল্যাণপুর থানার পুলিশ জানিয়েছে কল্যাণপুর থানা এলাকার গৌরাঙ্গ টিলায় একটি দ্রুতগামী বাইক এক পথচারীকে ধাক্কা দেয়৷ তাতে ছিটকে পড়ে পথচারী গুরুতরভাবে আহত হয়৷
আহত পথচারীর নাম ললিত দত্ত৷আহত পথচারীরকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে চেবরী হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে তাকে খোয়াই জেলা হাসপাতালে পাঠানো হয়৷ অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খোয়াই জেলা হাসপাতাল থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ জিবি হাসপাতালে নিয়ে আসা হলেও তাকে শেষ রক্ষা করা যায়নি৷ চিকিৎসাধীন অবস্থায় ললিত দত্ত নামে ওই ব্যক্তির মৃত্যু হয়৷ তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷ এদিকে খোয়াই থানা এলাকার পদ্মবিলে একটি বাইক দুর্ঘটনায় গুরুতর ভাবে আহত হয়৷জানাযায় বাইক চালক দ্রুতবেগে বাইক নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে৷ বাইক চালক মদ মত্ত অবস্থান ছিল বলে জানা গেছে৷দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ছুটে এসে আহত বাইক চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ বর্তমানে বাইক চালক হাসপাতালে চিকিৎসাধীন৷বাইক চালক এর অসাবধানতার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে পুলিশ জানিয়েছে৷
বামুটিয়া রাম ঠাকুর সংঘ এলাকায় টমটমের ধাক্কায় এক বৃদ্ধা গুরুতরভাবে আহত হয়েছেন৷ বৃদ্ধাকে ধাক্কা দিয়ে টমটমটিও উল্টে যায়৷ ঘটনার পর পরই স্থানীয় লোকজন রা টমটম চালককে আটক করেন৷ সংবাদপত্রে জানা গেছে এক বৃদ্ধা রাস্তার পাশ ধরে বাড়ি যাচ্ছিলেন৷ তখনই টমটম এসে বৃদ্ধাকে ধাক্কা দেয়৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়৷ টমটম চালকের অসাবধানতার কারণেই এই ঘটনাটি ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন৷ এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে৷পুলিশ মামলা গ্রহণ করে এ ঘটনার তদন্ত শুরু করেছে৷

