নয়াদিল্লি, ৩ জানুয়ারি (হি. স.): শীতের রবিবাসরীয় সকালে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দিয়ে ঘুম ভাঙলো দিল্লিবাসীর। এদিনের বৃষ্টিপাত ছিল মাঝারি। আবহাওয়া দফতর থেকে আগেই পূর্বাভাস করা হয়েছিল যে রাজধানীতে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে চলেছে। সেই পূর্বাভাসকে সত্যি করেই এদিন বৃষ্টিপাত হয়।
উত্তর দিল্লির পাশাপাশি দক্ষিণ দিল্লির আয়া নগর, ডেরামান্ডি, তুঘলকবাদে বৃষ্টিপাত হয়েছে। এমনকি দিল্লির পার্শ্ববর্তী রাজ্য হরিয়ানার কয়েকটি জেলায় বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে সোমবারেও বৃষ্টিপাত জারি থাকবে।
সোমবার দিল্লি, গুরুগ্রাম, ফারুক নগর, খোসলি, মানেসর, সহনা, ফরিদাবাদ, ভিওয়ান্ডি, রেওয়ারি, বাওয়াল, বল্লভগড়, ন্যু, তিজারা হালকা বৃষ্টিপাত হবে। দিল্লিতে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে থাকবে ২০ ও ৮ ডিগ্রী সেলসিয়াস। শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

