চড়িলামে দূর্ঘটনায় আহত দুই

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩০ ডিসেম্বর৷৷ যান দুর্ঘটনায় গুরুতর আহত দুজন৷ তারা হলেন চন্দন দে এবং তুলসি দাস ৷ ঘটনা সিপাহীজলা অভয়ারণ্য সংলগ্ণ চড়িলাম ফরেস্ট অফিস এলাকায়৷ ঘটনার খবর পেয়ে বিশালগড় অগ্ণিনির্বাপক দফতরের কর্মীরা আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷ দুজনেরই অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই জিবিপি হাসপাতালে রেফার করে দেয়৷ জানা গেছে, আহত দুইজন একটি বাইকে ছিলেন৷

তারা আগরতলামুখি ছিলো৷,অপরদিকে একটি গাড়ি আহতদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়৷ সাথে সাথে আহত চন্দন দে তার বাড়িতে তে কল করে ছিলো,তার পাশে পরে আছে একটি এন্ড্রয়েড মোবাইল৷ তার পরিবারের সাথে হয়তো শেষ কথা,তার অবস্থা সবচেয়ে আশংকা জনক৷ কথা বলতে পারছে না৷ তবে সাথে সাথে একজন সাংবাদিক চড়িলাম বাড়ি আসার পথে এই দুর্ঘটনা দেখে প্রথমে বিশালগড় অগ্ণিনির্বাপক দপ্তরে খবর দেয়৷ তারপর বিশালগড় থানায়৷ সাথে সাথেই পুলিশ এসে বাইকটি উদ্ধার করে নিয়ে যায়৷ আহতদের মধ্যে একজন খুবই আশংকা জনক৷ ঘটনায় এলাকায় ট্রাফিক পুলিশ দায়ি করছে৷