মুম্বই, ৩১ ডিসেম্বর (হি. স.): ভারতে ইতিমধ্যেই প্রবেশ করে ফেলেছে করোনার নতুন স্ট্রেন। এই মারণ ভাইরাস থেকে জনগণকে রক্ষা করতে ইতিমধ্যেই নৈশ কার্ফু জারি করেছে মহারাষ্ট্র সরকার। দেশের বাণিজ্য নগরী মুম্বইতে যাতে সাধারণ মানুষ করোনা বিধি মেনে চলে সেই লক্ষ্যে প্রায় ৩০ হাজার পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। আকাশে চক্কর কাটছে ড্রোন। মুম্বইতে ইতিমধ্যেই বাতিল করে দেওয়া হয়েছে সমস্ত রকমের বর্ষবরণ উৎসব। শহরজুড়ে জারি করা হয়েছে ১৪৪ ধারা।
মুম্বই পুলিশের মুখপাত্র এস চৈতন্য জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ১১টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত নৈশকার্ফু জারি থাকবে। শহরজুড়ে জারি করা হয়েছে ১৪৪ ধারা। একইসঙ্গে পাঁচজন বা তার বেশি কেউ জটলা করতে পারবে না। রেস্তোরাঁ, পানশালা, সমুদ্র সৈকত এমনকি বাড়ি বা বহুতলের ছাদের পার্টি বা অনুষ্ঠান ও জলসা আয়োজনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু এদিন রাত ১১ টা পর্যন্ত বর্ষবরণ উদযাপন করা যাবে। শহরজুড়ে টহল দেবে পুলিশের গাড়ি। সন্ত্রাস দমন ও মাদক পাচার রোধ করার জন্য সতর্ক থাকবে মুম্বই পুলিশের ডগ স্কোয়ারড। ইতিমধ্যেই শহরে স্পর্শকাতর’ এলাকাগুলিতে তল্লাশি চালাচ্ছে এই ডগ স্কোয়াড। সতর্ক ক্রাইম ব্রাঞ্চ। মাদক পাচার রোধে এন্টি নারকটিকস সেলের কর্মীরা তৎপর। মহিলাদের নিরাপত্তা জন্য এন্টি ইভটিজিং সেল সতর্ক নজর রাখবে শহরের রাস্তায়। মুম্বই পুলিশের পাশে থাকবে বৃহ-মুম্বই পৌরনিগমের কর্মীরাও। জনগণ যাতে করোনা বিধি মেনে চলে তা নিশ্চিত করা হবে। মহারাষ্ট্রে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৫৪ হাজার ২০৬।