নয়াদিল্লি, ৩১ ডিসেম্বর (হি. স.): করোনা ভাইরাসের নতুন স্ট্রেনে রাজধানী দিল্লিতে আক্রান্ত চারজন । এদের প্রত্যেকেই লোকনায়ক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে একথা জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন।
এ দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইংল্যান্ড থেকে বিমান আসা বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু আগে যারা এসেছিল তাদের খোঁজ চলছে। এখনো পর্যন্ত ৩৮ জনের শরীরে করোনা সংক্রমণ মিলেছে। এদের মধ্যে চারজনের শরীরে করোনার নতুন স্ট্রেন মিলেছে। প্রত্যেকেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এরা দিল্লির বাসিন্দা বলে জানা গিয়েছে।
করোনা প্রতিষেধক দেওয়ার জন্য আলাদা কেন্দ্র গড়ে তোলা হবে বলে জানিয়েছেন সত্যেন্দ্র জৈন। তিনি বলেন, যেসকল করোনা কেন্দ্রে চিকিৎসা চলছে সেখানে প্রতিষেধক দেওয়ার কাজ হবে না। প্রতিষেধক দেওয়ার জন্য দিল্লিজুড়ে ১০০০ কেন্দ্র গড়ে তোলা হবে। কি করে প্রতিষেধকগুলি সংরক্ষণ এবং বিতরণ করা হবে সে বিষয়ে কাজ চলছে। উল্লেখ করা যেতে পারে, করোনা নতুন স্ট্রেনের কারণে বাতিল করে দেওয়া হয়েছে বর্ষবরণের উৎসব। দিল্লিজুড়ে রাতে কার্ফু জারি করা হয়েছে।