ইসলামাবাদ, ৩০ ডিসেম্বর (হি. স.) : আথিক অনিয়মের অভিযোগে গ্রেফতার পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী খাজা আসিফ। স্থানীয় সময় মঙ্গলবার দলের বৈঠক থেকে বেরনোর সময়েই তাঁকে গ্রেফতার করেছে ন্যাশনাল অ্যাকাউন্টেবেলটি ব্যুরো (ন্যাব)। বুধবার প্রাক্তন পাক বিদেশমন্ত্রীকে আদালতে হাজির করা হয় বলে ন্যাবের এক মুখপাত্র জানিয়েছেন।
এদিন ন্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘২০০৪ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত দুবাইতে ওয়ার্ক পারমিট নিয়ে বেশ কয়েকটি সংস্থার আইনি পরামর্শদাতা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন খাজা আসিফ। আইনি পরামর্শদাতা হিসেবে তিনি ১৩ কোটি ৬০ লক্ষ রুপির বেশি আয় করেছিলেন। তাঁর ওই আয় সংক্রান্ত বিভিন্ন নথি জমা দেওয়ার জন্য প্রাক্তন পাক বিদেশ মন্ত্রীকে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সেই নথি জমা দেননি তিনি। তদন্তের জন্য বার বার সহযোগিতা করার অনুরোধ জানানো হলেও, তাতে কর্ণপাত করেননি। তদন্তে কোনও সহযোগিতা করেননি। তাই তাঁকে গ্রেফতার করা হয়েছে।’
যদিও ন্যাবের অভিযোগ খারিজ করে দিয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। খাজা আসিফের গ্রেফতার নিয়ে ইমরান খানের সরকারকেই নিশানা করেছেন তিনি। প্রাক্তন সতীর্থকে গ্রেফতারের নিন্দা করে তিনি বলেন, ‘সরকার বিরোধী আন্দোলনে ভয় পেয়ে বিরোধী দলীয় নেতাদের অবৈধভাবে ধড়পাকড় শুরু করেছে ইমরান খান সরকার। এমন দমনপীড়নের মূল্য অবশ্যই চোকাতে হবে।’