রামনগর ও জয়নগরে হামলা, এলাকা পরিদর্শন মানিক সরকারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর৷৷ রাজ্যের বিরোধী দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের নেতৃত্বে সিপিআইএমের এক প্রতিনিধি দল সোমবার রাজধানী আগরতলা শহর সংলগ্ণ রামনগর ও জয়নগর এলাকা পরিদর্শন করেছেন৷ পরিদর্শনকালে বিরোধীদলীয় নেতার সঙ্গে ছিলেন বিধায়ক ভানু লাল সাহা এবং বিধায়ক সুধন দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ৷
উল্লেখ্য সম্প্রতি রামনগর এবং জয়নগর এলাকায় দলীয় নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা এবং ভাঙচুরের ঘটনা সংঘটিত করেছে কতিপয় দুষৃকতিকারী৷আক্রান্তদের পাশে দাঁড়াতেই বিরোধী দলনেতা মানিক সরকার সোমবার তাদের বাড়িঘর পরিদর্শন করেন এবং আক্রান্ত পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলেন৷ সন্ত্রাস কবলিত এলাকা পরিদর্শনকালে বিরোধী দলনেতা মানিক সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন রাজ্যের শাসক দল জনগণের সামনে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল সেই সব প্রতিশ্রুতি পালনে তারা ব্যর্থ হয়েছে৷ সেই কারণে জনগণ তাদের পাশ থেকে সরে যেতে শুরু করেছেন৷


জনগণের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার লক্ষ্যে তারা নানাভাবে সন্ত্রাস তৈরি করে এক অরাজকতার পরিবেশ কায়েম করার চেষ্টা চালাচ্ছে৷প্রশাসনিক ও রাজনৈতিক দিক থেকে বর্তমান শাসক দল চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়েছে বলেও তিনি অভিযোগ করেন৷ফ্যাসিস্ট সুলভ আক্রমণ সংগঠিত করে কমিউনিস্টদের কোনদিন মুছে ফেলা যায় নি এবং ভবিষ্যতেও তা সম্ভব হবে না বলে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন৷ নিজেদের দুর্বলতা এবং ভীতি থেকেই তারা এ ধরনের কার্যকলাপে লিপ্ত হচ্ছে৷

পুলিশ প্রশাসনকে কাঠের পুতুল এ পরিণত করা হয়েছে বলেও বিরোধী দলনেতা অভিযোগ এনেছেন৷ প্রকৃতপক্ষে শাসক দলের রাজনৈতিক নেতাদের অঙ্গুলিহেলনে পুলিশ কাজ করে চলেছে বলেও তিনি উল্লেখ করেন৷রাজ্যের বিভিন্ন স্থানে বিরোধী দলের নেতাকর্দের বাড়িঘরে হামলা এবং আক্রমণের যেসব ঘটনা সংঘটিত করা হচ্ছে তার তীব্র নিন্দা এবং ধিক্কার জানিয়েছেন বিরোধী দলনেতা মানিক সরকার৷এভাবে হিংসাত্মক কার্যকলাপ সংগঠিত করে বিরোধীদের কোনোভাবেই কোণঠাসা করা যাবে না বলে তিনি মনে করেন৷রাজনৈতিক মতাদর্শ কত দিকগুলি বজায় রেখে আন্দোলনে শামিল হতে তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *